Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

Rohit Sharma: কোন ছকে বড় রান করতে পারেন রোহিত? পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ

রোহিতের ব্যাটের দিকে তাকিয়ে ভারত।

ICC ODI World Cup 2023: Rohit Sharma can afford to play the accumulator role and score big hundreds, says Sanjay Bangar। Sangbad Pratidin

এবারের কাপ যুদ্ধে রোহিতকে আগ্রাসী মেজাজে দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 3, 2023 12:28 pm
  • Updated:October 3, 2023 12:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই মারমুখী মেজাজে নয়। বরং দলের কথা ভেবে একটা দিক আগলে রাখা উচিত। রোহিত শর্মাকে (Rohit Sharma) এমনই পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। ২০১১ সালের পর এবার ফের ঘরের মাঠে আয়োজিত হবে বিশ্বকাপ। স্বভাবতই প্রতিযোগিতার জেতার অন্যতম ফেভারিট দল ভারত (India)। তবে মেগা ফাইনাল জিততে হলে রোহিতকে ব্যাটার হিসাবে ধারাবাহিকভাবে বড় রান করতেই হবে। এমনটাই দাবি বাঙ্গারের।

বাঙ্গার বলেন, “রোহিত ক্রিজে থাকলেই প্রতিপক্ষ ভয়ে কাঁপবে। এটা নতুন কথা নয়। তবে সেটা করতে হলে রোহিতকে প্রায় প্রতি ম্যাচে অন্তত ৩৫ ওভার ব্যাট করতেই হবে। এবং রোহিত অতীতে সেভাবে নিজেকে মেলে ধরেছে। তাই বিশ্বকাপ জেতার কথা মাথায় রেখে রোহিত একটা দিক আগলে রেখে ব্যাট করলে আমি অন্তত অবাক হব না।”

Advertisement

[আরও পড়ুন: গায়ে প্রথমবার ভারতের জার্সি, জাতীয় সংগীত গাইতে গিয়ে কেঁদে ফেললেন সাই কিশোর]

এর পর বাঙ্গার ফের যোগ করেন, “৩৫ ওভার পর্যন্ত ব্যাট করলে রোহিত কতটা ভয়ংকর হতে পারে সেটা আমরা সবাই দেখেছি। ও ৩৫-৪০ ওভার পর্যন্ত ক্রিজে থাকলে ভারতের স্কোরবোর্ডে ৩৫০ রান উঠতে সমস্যা হবে না। সেটা হলে ভারতের জেতার সম্ভাবনাও বেড়ে যাবে।”

Advertisement

২৫১টি একদিনের ম্যাচে তাঁর রান ১০১১২। গড় ৪৮.৮৫। স্ট্রাইক রেট ৯০.৫২। ৩০টি শতরানের সঙ্গে রয়েছে ৫২টি অর্ধ শতরান। এরমধ্যে আবার রয়েছে তিনটি দ্বিশতরানের ইনিংস। তাই সঞ্জয় বাঙ্গার টিম ইন্ডিয়ার অধিনায়ককে পিচে থিতু হয়ে বড় রান করার পরামর্শ দিলেন।

[আরও পড়ুন: যশস্বীর শতরানের পর বিষ্ণোইয়ের স্পিন ম্যাজিক, নেপালকে হারিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ