Advertisement
Advertisement

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় প্রয়াতদের শ্রদ্ধা জানাল দর্শকরা

'দ্য শো মাস্ট গো অন৷'

Atletico National's fans fill stadium to pay tribute to remember Chapecoense
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 4:14 pm
  • Updated:August 21, 2020 9:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাটলেটিকো’স অ্যাটানাসিয়ো জিরারডোট স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম৷ বুধবার রাতে এখানেই কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ হওয়ার কথা ছিল৷ অ্যাটলেটিকো ন্যাশনালসের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল ব্রাজিলের চাপেকোয়েনসের৷ কিন্তু তেমনটা হল না৷ মাঠে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গেল৷ মাঠে বল গড়াল না৷

৪৫ হাজার দর্শকে ঠাসা গ্যালারি তখন শোকস্তব্ধ৷ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া চাপেকোয়েনস রিয়ালের ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল ও মোমবাতি নিয়ে মাঠে হাজির হয়েছিলেন অ্যাটলেটিকোর সমর্থকরা৷ বুধবারের রাত এক অন্য ফুটবলের ইতিহাসের সাক্ষী থাকল৷ যে বিমান দুর্ঘটনায় ব্রাজিলের চাপেকোয়েনস রিয়াল দল শেষ হয়ে গেল, সেই বিমানের জ্বালানি সম্ভবত শেষ হয়ে গিয়েছিল৷ কলম্বিয়ার সামরিক কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে সেই ইঙ্গিতই দিয়েছে৷ কারণ দুর্ঘটনার পর বিমানটিতে কোনও বিস্ফোরণ হয়নি৷ জ্বালানি থাকলে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গেই বিস্ফোরণ ঘটত৷ পাশাপাশি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ বিমানের ফাঁস হওয়ার রেকর্ডিংয়ে শোনা গিয়েছে, জ্বালানি ফুরিয়ে আসায় বিমানচালক নাকি বারবার বিমান অবতরণের জন্য অনুরোধ জানিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে৷ তারপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমান৷

Advertisement

তবে এত বড় ঘটনাও কিন্তু চাপেকোয়েনসকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেনি৷ কারণ ব্রাজিলীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো পোলো ডেল নেরো জানিয়েছেন, এখনও সবকিছু শেষ হয়ে যায়নি৷ চলতি টুর্নামেন্টে বাকি ম্যাচগুলিতে মাঠে নামবে এই দল৷ প্রয়াত ফুটবলারদের সম্মানেই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়া হবে না৷ কিন্তু চাপেকোয়েনসের প্রেসিডেন্ট ইভান টোজো বলেন, এই মুহূর্তে তাঁদের হাতে পর্যাপ্ত ফুটবলার নেই৷ তাতে মার্কোর উত্তর, জুনিয়র দলের খেলোয়াড়দের ডেকে নেওয়া হোক৷ কারণ ‘দ্য শো মাস্ট গো অন৷’ একেই হয়তো ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বলে৷

Advertisement

এদিকে, পিএসজি বনাম অ্যাঙ্গার্সের ম্যাচ চলাকালীন প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শাস্তি পেলেন উরুগুয়ান তারকা এডিনসন কাভানি৷ ম্যাচে প্রথম গোল করেন ব্রাজিলের থিয়াগো সিলভা৷ গোল করেই প্রয়াত ফুটবলারদের কথা স্মরণ করে কেঁদে ফেলেন তিনি৷ দ্বিতীয় গোল কাভানির৷ আর তারপর উরুগুয়ান ফুটবলার তাঁর জার্সি খুলে গেঞ্জিতে লেখা শোকবার্তা দেখান গোটা স্টেডিয়ামকে৷ জার্সি খোলার শাস্তি হিসেবে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ