Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni IPL IPL 2023

‘নিলাম ডিসেম্বরে, সিদ্ধান্ত নেওয়ার ঢের সময় হাতে’, অবসর নিয়ে আপডেট দিলেন ধোনি

ধোনির অবসর নিয়ে জোর চর্চা চলছে।

‘Auction in December’, MS Dhoni drops big update on retirement talks । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 24, 2023 2:25 pm
  • Updated:May 24, 2023 2:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের বার কি চিপকে ফের দেখা যাবে আপনাকে?
গুজরাট টাইটান্সকে মাটি ধরানোর পরে এই প্রশ্নটাই হর্ষ ভোগলে করেছিলেন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)।
চিপক তখন উন্মত্ত। হিস্টিরিয়ায় আক্রান্ত সিএসকে সাপোর্টাররা। প্রবল চিৎকারে কিছু শোনা দায় তখন। হর্ষ ভোগলে আর ধোনি এক হাতের মধ্যে দাঁড়িয়ে অথচ কেউ কোনও কথাই বলতে পারছেন না। হর্ষ ভোগলের প্রশ্নটা শোনার পরে সিএসকে-র ক্যাপ্টেন জবাবে বললেন, ”এখনই কিছু বলতে পারছি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে বেশ কিছু  সময় রয়েছে। এখনই কেন এ নিয়ে মাথা ব্যথা করব? নিলাম রয়েছে ডিসেম্বরে।”

ধোনি অবসর নেবেন কবে, অনেকেই এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন সিএসকে অধিনায়কের কাছ থেকে। একাধিক বার চেষ্টা করেছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ধোনি তাঁর সঙ্গে রসিকতা করেছেন। হর্ষ ভোগলেও তাঁর কাছ থেকে জানতে চান সেই অমোঘ প্রশ্ন। পরের বার কি খেলতে দেখা যাবে ধোনিকে? অবসর কি তাহলে এবারই নিচ্ছেন তিনি? 

Advertisement

[আরও পড়ুন: ‘আশা করব, আপনারা ইংরেজি বোঝেন’, টুইট- বিতর্কে ট্রোলারদের খোঁচা সৌরভের!]

 

তাঁকে নিয়ে গোটা দেশে প্রশ্নের ঝড়। কিন্তু ধোনির পরবর্তী পদক্ষেপের উত্তর জানা নেই কারওর কাছেই। অস্ট্রেলিয়ায় গিয়ে আচমকাই জানিয়ে দিয়েছিলেন টেস্ট আর তিনি খেলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের ঠিক আগে ৫০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন। ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। পড়ে রইল কেবল আইপিএল। তা থেকে সরবেন কবে? সেই উত্তর বের করার জন্যই ধারাভাষ্যকার, সাংবাদিকদের প্রবল কৌতূহল।

Advertisement

ধোনি বলছেন, ”আমি সবসময়ে সিএসকে-তে আসতে পছন্দ করি। সিএসকে-র হয়ে খেলতে বা মাঠের বাইরে যে কোনও দায়িত্বে থাকতে পছন্দ করি। জানুয়ারি থেকে ঘর ছাড়া আমি। মার্চ থেকে এখানে অনুশীলন করছি। দেখা যাক কী হয়।”

[আরও পড়ুন: পাথিরানাকে খেলাতে ইচ্ছা করে সময় ‘চুরি’ করলেন ধোনি? প্লে অফের ম্যাচ ঘিরে বিতর্ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ