Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপের আগেই চেনা ছন্দে ফিরছে ব্রাজিল

অন্যদিকে, আর্জেণ্টিনা আবার পেরুর বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও জিততে পারল না৷

Brazil won against Bolivia in world cup qualifier round
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 4:38 pm
  • Updated:October 7, 2016 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে ঠিক যেখানে শেষ করেছিল ব্রাজিল দল সেই ছন্দ ধরে রেখেই যেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল তারা৷ হলুদ ঝড়ের সামনে কার্যত উড়ে গেল বলিভিয়া৷ ব্রাজিল জিতল ৫-০ গোলে৷ ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলেছিলেন নেইমাররা৷

একই দিনে লাতিন আমেরিকার দুই জায়াণ্ট নেমেছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে৷ একদিকে বলিভিয়াকে ব্রাজিল যখন উড়িয়ে দিল তখন অন্য ম্যাচে পেরুর বিরু‌দ্ধে ড্র করেই খুশি থাকতে হল আর্জেণ্টিনাকে৷ মেসি ছাড়া আকাশি-সাদা বাহিনীকে বেশ অসহায় দেখাচ্ছিল৷ ডি মারিয়ারা চেষ্টা করলেন, কিন্তু জয়ের মুখ দেখতে পেলেন না৷ ম্যাচের ফল ২-২৷

Advertisement

ওলিম্পিকে কখনও সোনা জেতেনি ব্রাজিল৷ রিও ওলিম্পিকে তাই অন্য মেজাজে পাওয়া গিয়েছিল সাম্বা বাহিনীকে৷ গোটা টুর্নামেণ্টে দাপটের সঙ্গে খেলে তারা৷ যে জার্মানির কাছে বিশ্বকাপে সাত গোল হজম করতে হয়েছিল, তাদেরকে হারিয়েই সোনার পদক জেতেন নেইমাররা৷ সকলে অপেক্ষায় ছিলেন, চেনা ছন্দে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে ব্রাজিলকে দেখা যাবে কি না৷ নিরাশ করলেন না নেইমাররা৷ বলিভিয়ার বিরুদ্ধে প্রথম গোলের মুখ খুললেন তিনিই৷ মাঝমাঠ থেকে বল স্ন্যাচ করে নেওয়ার পর অনেকটা দৌড়ে গোলের সামনে পৌঁছে যান নেইমার৷ গোলকিপার এগিয়ে আসছে দেখে টাচ খেলে নেন গ্যাব্রিয়েল জেসাসের সঙ্গে৷ এরপর ফাঁকা গোলে বল ঠেলে দেন৷ এরপর ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল কুটিনহোর৷ তৃতীয় ও চতুর্থ গোলটি করেন যথাক্রমে ফিলিপ লুইস ও গ্যাব্রিয়েল জেসাস৷ বিরতির আগেই চার গোল হয়ে যাওয়ায় ব্রাজিলের জয় তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল৷

Advertisement

বিরতির পরেও একই মেজাজে শুরু করেন নেইমাররা৷ তাদের আটকাতে বেশ কয়েকটি জঘন্য ফাউল করতে হয় বলিভিয়া রক্ষণকে৷ চোট পেয়ে যান নেইমার৷ কিন্তু সেটা এমন কিছু নয়৷ ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি ফারমিনোর৷

argentina_web

অন্যদিকে, আর্জেণ্টিনা আবার পেরুর বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও জিততে পারল না৷ মোরির গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেণ্টিনা৷ বিরতির পর ৫৮ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন পেরুর গুয়েরেরো৷ ৭৭ মিনিটে আর্জেণ্টিনাকে এগিয়ে দেন হিগুয়াইন৷ আশা করা হয়েছিল ম্যাচটা তারা জিতে যাবে৷ কিন্তু সেই গোলও ধরে রাখতে পারেনি তারা৷ ৮৪ মিনিটের মাথায় পেরুর কুয়েভা সেই গোল শোধ করে দেন৷ অন্য ম্যাচে উরুগুয়ে জিতল ভেনেজুয়েলার বিরু‌দ্ধে৷ ম্যাচের ফল ৩-০৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ