সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর আগের শীতের রাজধানীতে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে দিল্লির দূষণ কী ভাবে ভুগিয়েছিল ক্রিকেটারদের, লোকের আজও মনে আছে। দীপাবলির দিল্লিতে বাতাসে দূষণ মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, শ্রীলঙ্কা ক্রিকেটাররা মুখোশ পরে মাঠে খেলতে নেমেছিলেন। মাঝে একটা সময় খেলা বন্ধও রাখতে হয়েছিল। দু’বছর পর নয়াদিল্লিতে আবার দীপাবলির গায়ে গায়ে ফের এক আন্তর্জাতিক ম্যাচ। এবং দিল্লির দূষণ আতঙ্ক আবার তাড়া করতে শুরু করেছে সেই ম্যাচকে।
আগামী ৩ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করেছে বাংলাদেশ। দীপাবলির সপ্তাহখানেকের মধ্যে। যাবতীয় বিতর্ক কাটিয়ে ভারতে খেলতে আসতে রাজিও হয়েছে বাংলাদেশ ক্রিকেটাররা। এবং বোর্ড সহ দিল্লি ক্রিকেট কর্তারা দুশ্চিন্তায়, দিল্লির দূষণ আবার আন্তর্জাতিক ম্যাচকে আক্রমণ করবে কি না?
[আরও পড়ুন: উঠতি ক্রিকেটারদের পাশে ধোনি, নিজের শহরে অ্যাকাডেমি খুলছেন ক্যাপ্টেন কুল]
দিল্লির বাতাসে দূষণের মাত্রা ইতিমধ্যেই গুরুতরভাবে বাড়তে শুরু করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ০-৫০ ভাল। ৩০১-৪০০ খুব খারাপ। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ইতিমধ্যেয় চারশোর কোঠায়। ভারতীয় বোর্ড বুঝতে পারছে অবস্থা সুবিধেজনক নয়। একটাই যা আশা, দীপাবলির সপ্তাহখানেক পর ম্যাচ বলে যদি বাতাসে দূষণ কমে কিছুটা। তবে বাংলাদেশ টিমকেও যদি মুখোশ নিয়ে আসতে বলা হয় দূষণের দিল্লিতে টি-টোয়েন্টি খেলতে, অবাক হওয়ার থাকবে না।
[আরও পড়ুন: আইপিএলে কি এবার বেঙ্গালুরুতে খেলবেন বুমরাহ! কী উত্তর দিল মুম্বই ইন্ডিয়ান্স?]
বোর্ড কর্তাদের একাংশ অবশ্য আশাবাদী। বিসিসিআইয়ের এক বর্ষীয়ান কর্তা বলছেন, আমরাা আশাবাদী দীপাবলির জন্য খেলায় কোনও অসুবিধা হবে না। কারণ, খেলা দীপাবলির এক সপ্তাহ পরে। ততদিনে আশা করি দিল্লির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। উল্লেখ্য, দীপাবলির মরশুমে পরিবেশ দূষণ নিয়ে বেশ চিন্তিত দিল্লিবাসী। ইতিমধ্যেই একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন দিওয়ালিতে আতস বাজি বন্ধের ডাক দিয়েছে। যদিও, উৎসবের মরশুমে তা কতটা মানা হতে, সেসব নিয়ে সংশয় আছে।