Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023 IND vs PAK

Asia Cup 2023 IND vs PAK: ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে দার্শনিক মেজাজে হার্দিক, কী বললেন?

পাক বধের অপেক্ষায় হার্দিক পাণ্ডিয়া।

Asia Cup 2023 IND vs PAK: You can see how deep waters you can swim, says Hardik Pandya before Pakistan clash। Sangbad Pratidin

পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ জেতানো ইনিংসের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন হার্দিক? ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 31, 2023 1:11 pm
  • Updated:August 31, 2023 2:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বাধ না সাধলে আর কয়েক ঘন্টা পরেই ক্যান্ডির বাইশ গজে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে একেবারে দার্শনিক মেজাজে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এখন প্রশ্ন হল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কি ২০২২ সালের ২৮ আগস্ট মাসের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার?

এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে হার্দিক বলেন, “এই ম্যাচে একজন ক্রিকেটারের জাত চেনা যায়। বোঝা যায় যে কে কতটা জলে আছে। আমার মতে দু’দলের যার মধ্যে ‘এক্স ফ্যাক্টর’ আছে সে এমন চাপের ম্যাচে বাজিমাত করবে।”

Advertisement

[আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ]

দুর্বল নেপালকে ২৩৮ রানে উড়িয়ে এবারের এশিয়া কাপের অভিযান শুরু করেছে পাকিস্তান। দুরন্ত মেজাজে ১৫১ রানের ইনিংস খেলেছেন পাক অধিনায়ক বাবর আজম। অন্যদিকে ইফতিকার আহমেদ ১০৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে।

হার্দিক জানেন ভারতের পক্ষে কাজটা কঠিন হবে। তিনি ফের যোগ করেন, “এই ম্যাচের সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে থাকে। ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। আমরা দল হিসাবে ভাল ক্রিকেট খেলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে। ওরা বেশ শক্তিশালী দল। সম্প্রতি এক দিনের ক্রিকেটে ওদের পারফরম্যান্সও ভাল। সেটা অস্বীকার করার জায়গা নেই। এই ম্যাচে চাপ থাকেই। তবে আমরা মাঠের বাইরের বিষয়গুলো বাইরেই রাখতে চাই। মাঠে নেমে অন্য কিছু মাথায় না রেখে ভাল খেলাই আমাদের একমাত্র লক্ষ্য।”

Advertisement

গতবারের এশিয়া কাপে সুপার এইট-এর ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল ভারত। তবে এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে ৫ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান হার্দিক। এবারের ‘মাদার অফ অল ব্যাটল’-এ তারকা অলরাউন্ডার কি সেই সুখের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: এশিয়া কাপের শুরুতেই বাজিমাত, সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ