Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

জট কাটল এশিয়া কাপের, হাইব্রিড মডেলেই খেলবে ভারত-পাকিস্তান

বিশ্বকাপ নিয়েও ধোঁয়াশা কেটেছে।

Asia Cup likely to be organized in hybrid model, India-Pak match in Sri Lanka | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2023 3:26 pm
  • Updated:June 11, 2023 3:26 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, ওভাল: এশিয়া কাপ (Asia Cup) নিয়ে যাবতীয় সব জট কেটে গেল। একইসঙ্গে বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়েও আর কোনওরকম জটিলতা রইল না। এবারের এশিয়া কাপ যে হাইব্রিড মডেলে হতে পারে, সেই খবর সংবাদ প্রতিদিন-এ সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। সেটাই হতে চলেছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মঙ্গলবারই এশিয়া কাপের সূচি ঘোষণা করে দেওয়া হবে। ঠিক হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত দ্বিতীয় ‘হাইব্রিড’ মডেলেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যেখানে চারটে ম‌্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টের বাকি নয় ম‌্যাচ শ্রীলঙ্কার দুই শহর–ক‌্যান্ডি আর গলে। যা ঠিক হয়েছে, তাতে লাহারে যে চারটে ম‌্যাচ হবে সেগুলো হল– পাকিস্তান বনাম নেপাল, বাংলাদেশ বনাম আফগানিস্তান, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। বাকি সব ম‌্যাচ শ্রীলঙ্কায়। পূর্ব নির্ধারিত যা সূচি ছিল, তাতে ২ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। ফাইনাল ১৭ সেপ্টেম্বর। সেটাই সম্ভবত থাকছে। দিনক্ষণ বদলাচ্ছে না।

এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু ভারতীয় (India Cricket Team) বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রোহিত শর্মারা এশিয়া কাপ খেলতে যাবেন না পাকিস্তানে। টুর্নামেন্ট করতে হবে নিরপেক্ষ কেন্দ্রে। পাকিস্তান তখন প্রথম হাইব্রিড মডেল পেশ করে। যেখানে আবেদন করা হয়, পাকিস্তান নিজেদের সমস্ত ম‌্যাচ (ভারত-পাক ছাড়া) ঘরের মাঠে খেলবে। আর বাকিরা খেলবে নিরপেক্ষ কেন্দ্রে। কিন্তু পাকিস্তান প্রস্তাবিত প্রথম হাইব্রিড মডেল পত্রপাঠ খারিজ হয়ে যায়। নিরুপায় পাক বোর্ডের তরফে তখন দ্বিতীয় হাইব্রিড মডেল পেশ করা হয়। সঙ্গে সাফ জানানো হয় যে, তাদের দ্বিতীয় হাইব্রিড মডেলকেও যদি গ্রহণ না করা হয়, তা হলে তারা এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। এমনকী এশীয় ক্রিকেট কাউন্সিলের সদস‌্যপদ ছেড়েও বেরিয়ে যাবে তারা। বছরের শেষ দিকে ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতেও আসবে না তারা। যার পর একবার ছড়িয়ে পড়ে, পাকিস্তানের দ্বিতীয় হাইব্রিড মডেলও খারিজ হয়ে গিয়েছে। এশিয়া কাপের ভবিষ‌্যৎ নিয়েই তখন প্রশ্ন উঠে যায়। বলাবলি শুরু হয়, তা হলে এশিয়া কাপই না বাতিল হয়ে যায়। একইসঙ্গে এটাও শোনা যাচ্ছিল, চারটে দেশকে নিয়ে চর্তুদলীয় একটা টুর্নামেন্ট হতে পারে। সেরকম সম্ভাবনাও তৈরি হয়ে গিয়েছিল। পরে জানা যায়, একটা রফাসূত্র বেরিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় হাইব্রিড মডেলকে মান‌্যতা দেওয়া হবে। সঙ্গে বাকি টুর্নামেন্ট নিয়ে যাওয়া হবে শ্রীলঙ্কায়। তবে সেটা নিয়েও একটা মৃদু ধোঁয়াশা থেকেই যাচ্ছিল।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিঁলো, ভুগছিলেন ক্যানসারে]

কিন্তু এদিনের পর আর বিন্দুমাত্র অনিশ্চয়তা রইল না। মঙ্গলবারই এশিয়া কাপের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে। ফলে বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়েও আর ধোঁয়াশা থাকল না। কারণ এশিয়া কাপের ব‌্যাপারটা যতক্ষণ না চূড়ান্ত হচ্ছিল, ততক্ষণ বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়েও জট থেকে যাচ্ছিল। এশিয়া কাপ না হলে পাকিস্তান কী স্টান্স নেবে, সেটা পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছিল না। তাই বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনালের সময় বিশ্বকাপ সূচি জানানে হবে, সেটা প্রাথমিকভাবে ঠিক হয়ে থাকলেও, সরকারিভাবে কোনও ঘোষণা সম্ভব হচ্ছিল না। এখন আর কোনও জটিলতা নেই। একইসঙ্গে এটাও মনে করা হচ্ছে, বিশ্বকাপে গ্রপের ম‌্যাচ আমেদবাদে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর কোনও আপত্তি থাকবে না। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ বিসিসিআই যে আমেদাবাদে করতে চাইছে, সেটা এখন আর নতুন খবর নয়। এর আগে শোনা যাচ্ছিল যে, পাকিস্তান তাদের গ্রুপের কোনও ম‌্যাচ আমেদাবাদে খেলবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে। ক্রিকেট ওয়াকিবহল মনে করছে, আদতে সেটা করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছিল পিসিবি। যেহেতু এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছিল, তাই বিশ্বকাপ প্রসঙ্গে নিয়ে ভারতীয় বোর্ডকে পাল্টা চাপে রাখার জন‌্যই পিসিবি ওরকম স্ট্র‌্যাটেজি নিয়েছিল। এখন যেহেতু এশিয়া কাপ নিয়ে সমস্ত জট কেটে গিয়েছে, তাই পাকিস্তানেরও আমেদাবাদে খেলতে কোনও সমস‌্যা থাকার কথা নয়। সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে আগামী কয়েক দিনের মধ‌্যে বিশ্বকাপের সূচিও সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: ভোট পেতে নয়া কৌশল! পুরুলিয়া জেলা পরিষদের ১৮ জন বাম প্রার্থীই কুড়মি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ