সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সহজ জয় অস্ট্রেলিয়ার। দুটি টেস্টেই জিতে শ্রীলঙ্কাকে চুনকাম করলেন স্টিভ স্মিথরা। এশিয়ার মাটিতে প্রায় কুড়ি বছর পর অজিরা কোনও দেশকে চুনকাম করল। সেই সঙ্গে ৭ উইকেট তুলে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার কৃতিত্বে শেন ওয়ার্নকে টপকে গেলেন নাথান লিয়ঁ।
প্রথম টেস্টে এক ইনিংস ও ২৪২ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও ছবিটা বদলাল না। গলে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ২৫৭ রানে থেমে যায় তাঁদের ইনিংস। ৩ উইকেট তোলেন লিয়ঁ। সেখানে অস্ট্রেলিয়া তোলে ৩১৪। অ্যালেক্স ক্যারি করেন ১৫৬ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করে ২৩১ রান। এবার চার উইকেট লিয়ঁর। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৭৫ রান। ১ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় অজিরা।
এর আগে ২০০৬ সালে এশিয়ার মাটিতে কোনও দলকে চুনকামকে করেছিল অস্ট্রেলিয়া। সেবার বাংলাদেশকে তারা হারিয়েছিল ২-০ ব্যবধানে। তার আগে ২০০৪ সালে শ্রীলঙ্কা ও ২০০২ সালকে চুনকাম করেছিল অজিরা। এবার প্রায় দুদশক অপেক্ষা করতে হল চুনকামের জন্য। এখানেই শেষ নয়। ২০২৩-২৫ পর্যন্ত টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্র তারা শেষ করল ১৩টি জয় দিয়ে। ভেঙে দিল ২০১৯-২১ চক্রে ভারতের ১২টি টেস্ট জয়ের রেকর্ড।
অন্যদিকে কিংবদন্তি শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে দিলেন নাথান লিয়ঁ। অজিদের মধ্যে সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর উইকেট সংখ্যা ৬০। সেখানে ওয়ার্ন থেমে ছিলেন ৫৯টি উইকেটে। এছাড়া মিচেল স্টার্কের রয়েছে ৫৭টি উইকেট।
Australia’s first series sweep in Asia in almost two decades! #SLvAUS @ARamseyCricket‘s report from Galle: https://t.co/aZL7gxNJ8t pic.twitter.com/ONkkYehVm5
— cricket.com.au (@cricketcomau) February 9, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.