Advertisement
Advertisement
BCCI

ধারাভাষ্যকারদের উপরে কড়া নিষেধাজ্ঞা বোর্ডের, নিয়ম না মানলে কঠিন শাস্তি

হঠাৎ এতটা কড়া হল কেন বোর্ড?

BCCI informed commentators, players, IPL owners not to post any pictures or videos from the stadium

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 15, 2024 5:48 pm
  • Updated:April 15, 2024 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে আইপিএল (IPL 2024)। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) কিন্তু নিষেধাজ্ঞা জারি করল। না মানলে কড়া শাস্তি দেওয়া হবে।
আইপিএলের ধারাভাষ্যকার, প্লেয়ার, দলগুলোর মালিক, সংশ্লিষ্ট দলগুলোর সোশাল মিডিয়া টিমের উদ্দেশে বোর্ডের বার্তা, ম্যাচের দিন স্টেডিয়াম থেকে কোনও ছবি বা ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। 

[আরও পড়ুন: ‘চোট আছে, খেলছেন শুধু দলের জন্য’, ধোনির লড়াকু মানসিকতাকে কুর্নিশ চেন্নাই কোচের]

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত কেন নিল বোর্ড? দিনকয়েক আগে এক ধারাভাষ্যকার আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, এমন ভিডিও নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই ধারাভাষ্যকার ভারতের হয়ে খেলেছেন অতীতে। কিন্তু তাঁর নাম প্রকাশ করা হয়নি। বোর্ডের তরফ থেকে সেই ধারাভাষ্যকারকে বারংবার পোস্টটি ডিলিট করার জন্য অনুরোধ করা হয়েছিল।
এক বিসিসিআই কর্তা সর্বভারতীয় স্তরের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ”আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে বোর্ডকে প্রচুর টাকা খরচ করতে হয়েছে। ধারাভাষ্যকাররা কোনও ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তবে ইনস্টাগ্রামে লাইভ করছেন বা মাঠের ছবি পোস্ট করার নজিরও রয়েছে। যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁদের জরিমানা করা হবে।”
সম্প্রতি কয়েকজন ক্রিকেটার তাঁদের ছবি ম্যাচ ডের দিন পোস্ট করেছেন। তাঁদেরকে ছবি সরিয়ে দেওয়ার অনুরোধও করা হয়েছিল। আবার একটি ফ্র্যাঞ্চাইজিকে ৯ লাখ টাকা জমিরামানাও করা হয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেছিল তারা।

Advertisement

[আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! আইপিএলের মাঝেই ভারতকে বিশ্বকাপ হারের খোঁচা কামিন্সের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ