Advertisement
Advertisement
T20 World Cup

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কোহলিকে ‘বিরাট’ সার্টিফিকেট BCCI সভাপতি বিনির

নতুন বোর্ড সভাপতির সঙ্গে সুসম্পর্ক থাকবে কোহলির?

BCCI president makes huge statement on ex-India captain amid T20 World Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2022 6:20 pm
  • Updated:October 29, 2022 6:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। সৌরভ বারবার প্রকাশ্যে বিরাটের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও তাঁদের সম্পর্কের শীতলতা নিয়ে বহু গুঞ্জন ছিল ক্রিকেট মহলে। বোর্ডে সৌরভ পর্ব এখন অতীত। ‘মহারাজে’র বদলে বিসিসিআইয়ের মসনদে এখন রজার বিনি (Roger Binny)। বিরাট সম্পর্কে তাঁর কী অভিমত?

বিসিসিআই (BCCI) সভাপতি যে কোহলির বড় অনুরাগীদের মধ্যেই একজন, সেটা তাঁর কথাতেই স্পষ্ট। রজার বিনি স্পষ্ট বলে দিচ্ছেন, “কোহলির আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। ও বিশ্বমানের ক্রিকেটার। বিরাটের মতো ক্রিকেটাররা চাপের মুখে আরও উজ্বল হয়ে ওঠে। চাপই ওর মধ্যে থেকে সেরাটা বের করা আনতে পারে।” পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ইনিংস দেখে বিনি যেন মন্ত্রমুগ্ধ। তিনি বলছেন,”এটা আমার কাছে স্বপ্নের মতো। ও যেভাবে মাঠের সব প্রান্তে মারছিল, বিশ্বাসই করতে পারছিলাম না।” বোর্ড সভাপতি বলছেন,”যে ম্যাচে বেশিরভাগ সময় খেলাটা পাকিস্তানের পক্ষে ছিল, সেই ম্যাচটা ভারত জিতল। এই ধরনের ম্যাচ খুব কম দেখা যায়। এই ধরনের ম্যাচই মানুষ দেখতে চায়।”

Advertisement

[আরও পড়ুন: প্রভাবশালী তত্ত্বে সিলমোহর, ফের খারিজ অনুব্রতর জামিনের আরজি]

উল্লেখ্য, গতবছর অধিনায়ক কোহলির (Virat Kohli) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক ফল করে ভারত। এরপরই পূর্ব ঘোষণা অনুযায়ী টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। পরে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বেও ইতি টানেন। সেই সময় বিরাট ও সৌরভের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। এমনকী সৌরভের (Sourav Ganguly) বোর্ডের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও করেছিলেন কোহলি। এসব সত্ত্বেও অবশ্য সদ্য প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বারবার বিরাটের প্রশংসা করে গিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘জিন্দেগি তো বেওয়াফা হ্যায়…’, শোকজের জবাব দিয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট বড়ঞার ওসির]

এমনকী বিশ্বকাপে ভারতের জয়ের পরও সৌরভ বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলে দেন, “আগেই বলেছিলাম এশিয়া কাপের প্রভাব এখানে পড়বে না। সেটাই হয়েছে। ভারত দারুণ খেলেছে। এমনিতেই বিশ্বকাপ মানে একটা আলাদা উত্তেজনা থাকে। প্রথম ম্যাচে নার্ভের চাপও থাকে। তবে প্রথম দিকের সেই চাপ কাটিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে। এই জয় দলের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়িয়ে দিল। দারুণ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। কেন ওকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়, সেটা ও আবার বুঝিয়ে দিয়ে গেল। ওই পরিস্থিতিতে এমন ইনিংস সত্যিই দুর্দান্ত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ