Advertisement
Advertisement
Ranji Trophy

ব্যাটারদের পরে কামাল বাংলার বোলারদের, আট উইকেট হারিয়ে ধুঁকছে অসম

অসম পিছিয়ে ৩০৬ রানে। 

Bengal bowlers dominates against Assam in Ranji Trophy । Sangbad Pratidin

দুরন্ত সূরয। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 27, 2024 4:33 pm
  • Updated:January 27, 2024 9:13 pm

বাংলা (প্রথম ইনিংস) ৪০৫ (অনুষ্টুপ ১২৫, মনোজ ১০০)
অসম (প্রথম ইনিংস) ৯৯/৮ (কাইফ ৩/৩২, সূরয ৩/২৫)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
বল হাতে জ্বলে উঠলেন বাংলার বোলাররা। বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৪০৫ রানে। দ্বিতীয় দিনের শেষে অসম ব্যাট করতে নেমে বিধ্বস্ত। দ্বিতীয় দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ৯৯। বাংলার মহম্মদ কাইফ ও সূরয জয়সওয়াল তিনটি করে উইকেট নেন। অঙ্কিত মিশ্র নেন ২টি উইকেট। 
আগের দুম্যাচে আবহাওয়া ভুগিয়েছে বাংলা শিবিরকে। তাই বাংলা কিছুটা হলেও চাপে। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে এখন কমপক্ষে দুটো ম্যাচে সরাসরি জিততেই হবে। সেই পথেই এগোচ্ছে বঙ্গশিবির। এদিন অসমের দীনেশ দাস সর্বোচ্চ ৫০ রান করেন। তার পরেই উল্লেখযোগ্য রান রয়েছে সাহিল জৈন। তিনি অপরাজিত রয়েছেন ৩৬ রানে।
এর আগে বাংলার ব্যাটারদের দাপট চলে। মনোজ তিওয়ারি (Manoj Tiwary) সেঞ্চুরি পান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানও করে ফেলেন তিনি। দশ হাজারি ক্লাবের সদস্য অবশ্য মনোজ হয়েছিলেন শুক্রবারই।  বাংলার অধিনায়ক ও অনুষ্টুপ মজুমদারের জোড়া সেঞ্চুরি এবং করণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়ালের ব্যাটে ভর করে বাংলা প্রথম ইনিংসে করল ৪০৫ রান। 

[আরও পড়ুন: কুয়াদ্রাতের যুদ্ধ জয়ের অপেক্ষায় ভাই জোয়ান, স্পেনে বসেই বুনছেন স্বপ্নের লাল-হলুদ জাল]

গতকাল একসময়ে চার উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল বাংলা-ব্রিগেড (Bengal)। কিন্তু বাংলার দুই নির্ভরযোগ্য ব্যাট অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি রুখে দাঁড়ান। অনুষ্টুপ শুক্রবারই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই দুই বহু যুদ্ধের সৈনিকের জন্যই প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৪ উইকেটে ২৪২ রান। ১২০ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ। মনোজ অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিন অবশ্য অনুষ্টুপ খুব বেশি রান জুড়তে পারেননি। ১২৫ রানে আউট হন অনুষ্টুপ। তিনি ফিরে গেলে বাংলাকে টানার কাজ করেন অধিনায়ক মনোজ।
সেঞ্চুরি হাঁকান বাংলার অভিজ্ঞ ব্যাটার। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তাঁর আগে বাংলা থেকে তিন জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মনোজ তিওয়ারি চতুর্থ ব্যক্তি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন। মনোজ যখন ফিরে যান তখন বাংলার রান ছিল ৭ উইকেটে ৩০৭। তার পরেও বাংলা যে চারশো রানের গণ্ডি অতিক্রম করল তার পিছনে রয়েছে করণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়ালের অবদান। দুজনেই ৫২ রান করেন। আর তার ফলে বাংলা চারশোর গণ্ডি অতিক্রম করে। তার পরে বল হাতে চলে বাংলার বোলারদের দাপট। অসম পিছিয়ে ৩০৬ রানে। 

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা, একপেশে ফাইনালে হারালেন কিন ঝেংকে]

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ