BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

৪০৪ রানে শেষ সৌরাষ্ট্রের প্রথম ইনিংস, দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলা

Published by: Krishanu Mazumder |    Posted: February 18, 2023 1:12 pm|    Updated: February 18, 2023 1:24 pm

Bengal now trailing behind against Saurashtra in Ranji Final । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ফাইনালে (Ranji Trophy Final) শোচনীয় অবস্থা বঙ্গব্রিগেডের। সৌরাষ্ট্র জাঁকিয়ে বসেছে ম্যাচে। জয়দেব উনাদকাটের দল প্রথম ইনিংস শেষ করেছে ৪০৪ রানে। ২৩০ রানের লিড এই বঙ্গ শিবিরের জন্য পাহাড়প্রমাণ। রানের চাপেই হোক বা অত্যধিক টেনশন,  দ্বিতীয় ইনিংসেও বিপর্যয় নেমেছে বাংলা শিবিরে। দুই ওপেনার সুমন্ত গুপ্ত ও অভিমন্যু ঈশ্বরণ ফিরে গিয়েছেন ড্রেসিং রুমে। ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার। এই দু’ জনের উপরে অনেক কিছু নির্ভর করছে। বঙ্গ-ক্রিকেটের ক্রাইসিস ম্যান তো অনুষ্টুপ। হাতের যন্ত্রণা নিয়ে বড় রান করেছেন। এই রনজি ফাইনাল তাঁরও বড় পরীক্ষা। 

গোটা টুর্নামেন্ট জুড়ে ভাল খেললেও ফাইনালে এসে ‘সিস্টেম ফেইলিওর’-এর কারণ কী? ব্যাটিং ঠিক হচ্ছে না। যে বোলিং বাংলাকে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছে, সেই বোলিং ফাইনালেও কামড় বসাতে পারল না। মুকেশ (৪), আকাশদীপ (৩) ও ঈশান পোড়েলের (৩) নামের পাশে উইকেট লেখা থাকলেও অনেক দেরি হয়ে গিয়েছে। আরও আগে যদি সৌরাষ্ট্রকে বেঁধে রাখা যেত তাহলে লাভ হত বাংলারই। এখন অনন্ত চাপে বাংলা। বলা ভাল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। এই অবস্থা থেকে রোমহর্ষক ভাবে বাংলা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। এই কথাগুলো লেখা হচ্ছে এই কারণে, খেলাটার নাম ক্রিকেট। আর ক্রিকেট এখনও মহান অনিশ্চয়তার খেলা। 

গতকাল সৌরাষ্ট্রের রান ছিল ৫ উইকেটে ৩১৭ রান। অর্পিত (৮১) ও চিরাগ (৫৭) অপরাজিত ছিলেন। এদিন দিনের শুরুতেই বাংলার বোলাররা আঘাত হানেন। গতদিনের রানের সঙ্গে এক রানও যোগ করতে পারেননি অর্পিত। দলের রান যখন ৩১৮, তখন সৌরাষ্ট্র ষষ্ঠ উইকেটটি হারায়। চিরাগ ব্যক্তিগত ৬০ রানে আউট হন। ততক্ষণে সৌরাষ্ট্র আরও রান বাড়িয়ে নিয়েছে। বাড়িয়ে নেয় লিডও। চিরাগ ও প্রেরক ২৫ রান জোড়েন। সৌরাষ্ট্রের লোয়ার অর্ডারও লড়াই ছাড়েনি। অধিনায়ক উনাদকাট মাত্র ৪ রান করে ফিরলেও ধর্মেন্দ্র সিং জাদেজা রুখে দাঁড়ান। প্রেরক ৩৩ রানে আউট হলেও ধর্মেন্দ্র সিং জাদেজার (২৯) লড়াই সৌরাষ্ট্রকে পৌঁছে দেয় বেশ ভাল জায়গায়। ৪০৪ রানে শেষ হয় সৌরাষ্ট্রের প্রথম ইনিংস।

 

[আরও পড়ুন: এক ১৮ নম্বরকে অন্য আঠারোর ‘উপহার’, মহিলা RCB দলের অধিনায়ক ঘোষণা কোহলির]

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাংলার ভিত গড়তে পারেননি।  প্রথম দিন সাকারিয়া ও জয়দেব উনাদকাট প্রথম সেশনে আগুন ধরিয়েছিলেন ইডেনের পিচে। এদিনও সাকারিয়া বাংলার দুই ওপেনার–সুমন্ত গুপ্ত (১) ও অভিমন্যুকে (১৬) অল্প রানে ফেরান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলার দ্বিতীয় ইনিংসে রান ২ উইকেটে ৩২।  

[আরও পড়ুন: আল নাসেরের হয়ে রোনাল্ডোর প্রথম অ্যাসিস্ট, পর্তুগিজ তারকার ঠিকানা লেখা পাস নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে