Advertisement
Advertisement
India vs Pakistan

ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের জল্পনা, আয়োজনে আগ্রহ দেখাল মহাশক্তিধর দেশ

কোন দেশ আয়োজনে আগ্রহ প্রকাশ করল?

CA interested to host India vs Pakistan bilateral series

২০১২ সালের পরে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আর হয়নি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 27, 2024 5:07 pm
  • Updated:March 27, 2024 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তবে যদি-কিন্তু একটা থাকছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি রাজি থাকে, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হবে।
২০১২-১৩ সালের পরে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আর হয়নি। আইসিসি টুর্নামেন্টেই কেবল দুই দেশের সাক্ষাৎ হয়েছে।
সূচি অনুযায়ী নভেম্বরে ভারত ও পাকিস্তানের অস্ট্রেলিয়ায় থাকার কথা। পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হবে। সেই সূচি জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের বল গড়াচ্ছে ১৪ নভেম্বর থেকে। 

[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]

এদিকে বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজার পিটার রোচ জানিয়েছেন ভারত-পাক ম্যাচ আয়োজন করতে তারা আগ্রহী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল এমসিজিতে। সেই ম্যাচে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। ফলে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ যদি স্যর ডনের দেশে হয়, তাহলে প্রচুর দর্শক খেলা দেখবেন।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ একজিকিউটিভ নিক হকলি বলেন, ”আমার মনে হয় এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচ যাঁরা দেখেছেন, তাঁদের কাছে এটা অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। শুধু খেলাধুলার দৃষ্টিকোণ থেকে নয়। মানুষ দুই দেশের এই প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান। সুযোগ পেলে আমরা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: ছবছরের পথচলা শেষ, জোকারের কোচ আর নন ইভানিসেভিচ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ