Advertisement
Advertisement
Mitchell Starc

‘টেস্ট ক্রিকেটের জন্য আতঙ্কের ব্যাপার’, স্টার্কের আকাশছোঁয়া দরে অশনি সংকেত দেখছেন প্রাক্তন অজি অধিনায়ক

স্টার্ককে নিয়ে আশায় বুক বাঁধছে কেকেআর।

Former Australian captain Mark Taylor reacts to Mitchell Starc’s historic IPL deal । Sangbad Pratidin

আকাশছোঁয়া দামে কেকেআরে স্টার্ক। নিজস্ব চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 22, 2023 2:21 pm
  • Updated:December 22, 2023 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামে আকাশছোঁয়া দাম উঠেছে মিচেল স্টার্কের (Mitchell Starc)। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অজি তারকাকে কেকেআর ঘরে তুলে নেয়। স্টার্কের বিশাল দাম ওঠায় আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর (Mark Taylor)।
তবে আইপিএল নিলামে স্টার্কের বিশাল দাম ওঠায়, তা টেস্ট ক্রিকেটের জন্য আতঙ্কের বলে মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক। মার্ক টেলর বলছেন, ”আইপিএল নিয়ে এত কথা হচ্ছে, দুবাই লিগ হচ্ছে, আমেরিকান লিগও রয়েছে। টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েইছে। সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে সঙ্গে টেস্টের ভারসাম্য রক্ষা করা এবং টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে।” 

[আরও পড়ুন: অপেক্ষার অবসান, মোহনবাগানে বসল অমর একাদশের মূর্তি]

নিলামে স্টার্কের দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। বাঁ হাতি অজি পেসারকে বলতে শোনা গিয়েছে, ”আমার দাম যে এতটা উঠবে, তা স্বপ্নেও ভাবিনি। আইপিএলে কতটা সাফল্য পাব, তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার আগে কেকেআর-এ খেলে গিয়েছে প্যাট কামিন্স। এটুকু বলতে পারি, আমি প্যাটের জুতোয় পা গলানোর চেষ্টা করব।”
কিন্তু আইপিএল নিলামে স্টার্কের দাম ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা ওঠায় তা আগামিদিনের ক্রিকেটারদের উপরে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন মার্ক টেলর। তবে প্রাক্তন অজি অধিনায়ক আশাপ্রকাশ করে বলছেন, ”অনেকেই হয়তো মিচেল স্টার্ককে অনুসরণ করবে। আইপিএল রয়েছে এটা জেনেই উঠতি ক্রিকেটাররা ভালো টেস্ট ক্রিকেটার হওয়ার চেষ্টা করবে, ব্যাগি গ্রিন পরার চেষ্টা করে যাবে বলে আশা রাখছি।”

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলে অশান্তির ছায়া? সিরাজের পোস্টে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement