BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আগে সিরিজ জেতো পরে বিশ্বকাপ নিয়ে ভাববে’, দ্রাবিড়কে কটাক্ষ প্রাক্তন পাক অধিনায়কের

Published by: Krishanu Mazumder |    Posted: March 22, 2023 1:14 pm|    Updated: March 22, 2023 1:14 pm

Former Pakistan captain launches explosive attack on India head coach Rahul Dravid । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) চিন্তায় চেতনায় এখন থেকেই ক্রিকেট বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে, ”আমরা বিভিন্ন ধরনের একাদশ নিয়ে খেলার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ধরনের প্রথম একাদশ তৈরি করে রাখতে চাই। বিশ্বকাপে যাতে সমস্যায় পড়তে না হয়। কোনও পরিস্থিতিতে যেন আমরা সমস্যায় না পড়ি।”

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারতীয় দল হারিয়েছিল অস্ট্রেলিয়াকে (Australia)। বিশাখাপত্তনমের দ্বিতীয় ম্যাচে সমতা ফিরিয়ে আনে অজিরা। ভারতীয় দলকে নাস্তানাবুদ করে হারায় অস্ট্রেলিয়া। চিপকে তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচের আগে দ্রাবিড় জানিয়ে দেন বিশ্বকাপ নিয়ে তাঁর পরিকল্পনা। 

[আরও পড়ুন: KKR ও ভারতীয় শিবিরে বড় ধাক্কা, আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বাইরে শ্রেয়স!]

 

দ্রাবিড়ের বক্তব্য শোনার পরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (Salman Butt) বিস্মিত হয়েছেন। ইউটিউব চ্যানেলে তিনি রাহুল দ্রাবিড়কে পালটা দিয়েছেন। সলSalman Buttমন বাটকে বলতে শোনা গিয়েছে, ”রাহুল দ্রাবিড় বলেছে বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে ওরা। আগে সিরিজ তো জেতো। পরিবর্তন করার কথা আপ্রাসঙ্গিক। আগে দেখতে চাই তোমার দলের ব্যাটিংয়ের সমস্যা কীভাবে দূর কর। টিম কম্বিনেশন নিয়ে এসব কথাবার্তা বিভ্রান্তি তৈরি করে। কতবার পরিবর্তন করতে চাও তুমি?”

সলমন বাট আরও বলেন, ”এই মুহূর্তে সমস্ত কথোপকথন তৃতীয় ওয়ানডে নিয়েই হওয়া উচিত। কীভাবে জিতবে তা নিয়েই ভাবনাচিন্তা করা দরকার। কেউ যদি অন্যধরনের কোনও প্রশ্ন করেন, তাহলে বলতে হবে ম্যাচের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। দলের কম্বিনেশন নিয়ে বড্ড বেশি কথা বলছে দ্রাবিড়। এত ঘনঘন কম্বিনেশন পরিবর্তন করাটা ঠিক নয়। আর তা নিয়ে এত কথা বলাও ঠিক হচ্ছে না।” 

[আরও পড়ুন: মেসি ম্যানিয়া আর্জেন্টিনায়, ভক্তদের জন্য আধপেটা খেয়ে রেস্তরাঁ ছাড়লেন এলএম ১০]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে