সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অতিরিক্ত বিদ্যুতের বিলের ফাঁদে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। চলতি মাসের বিদ্যুতের বিল (Electricity Bill) দেখে মাথায় হাত পড়েছে তাঁর। অভিযোগ, ফি মাসের বিলের তুলনায় সাতগুণ বেশি বিল এসেছে । এরপরই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দেন ভাজ্জি।
গত কয়েকমাস ধরেই মুম্বইতে (Mumbai) বিদ্যুতের বিল বিভ্রাটে ভুগছেন আমজনতা থেকে বলিউডি সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করেছেন। অভিযোগ করেছেন, লকডাউনের (lockdown) মাঝে অনেক বেশি টাকার বিল পাঠাচ্ছে আদানির বিদ্যুৎ সংস্থা। এবার সেই গেঁরোয় পড়লেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন স্পিনারও।
Itna Bill pure mohalle ka lga diya kya ?? @Adani_Elec_Mum 😳😳😳ALERT: Your Adani Electricity Mumbai Limited Bill for 152857575 of Rs. 33900.00 is due on 17-Aug-2020. To pay, login to Net/Mobile Banking>BillPay normal Bill se 7 time jyada ??? Wah
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 26, 2020
[আরও পড়ুন : করোনা রুখতে হাতিয়ার ‘ভার্চুয়াল বাবল’, ক্রিকেটারদের জন্য কড়া বিধিনিষেধ আইপিএল কর্তৃপক্ষের]
মুম্বইয়ের বাসিন্দা হরভজন সিংয়ের (Harbhajan Singh) চলতি মাসে বিল এসেছে ৩৩ হাজার ৯০০ টাকা। যা অন্যান্য মাসের চেয়ে অনেকটাই বেশি বলে অভিযোগ ভাজ্জির। টুইটার হ্যান্ডেলে বিলের অঙ্ক প্রকাশ করে মজা করে তিনি লেখেন, “পুরো পাড়ার বিল আমাকে পাঠিয়েছ নাকি! অন্যান্য বারের চেয়ে তো সাতগুণ বেশি।” টুইটটিতে মুম্বইয়ে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে ট্যাগও করেন। তবে তিনি একা নন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে সমস্যায় পড়েছিলেন বলিউডি অভিনেত্রী তাপসী পান্নুও। তিনিও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেও অবশ্য লাভ হয়নি। আমচি মুম্বইয়ের মুম্বইকরদের ঘরে ঘরে কয়েকগুণ বেশি বিল আসছে এখনও।