শ্রীলঙ্কা- ১৩৬ অলআউট (করুণারত্নে ৫২, ফার্গুসন ২২/৩)
নিউজিল্যান্ড- ১৩৭/০ (গুপ্তিল ৭৩)
নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবারের ফাইনালিস্ট। একবার বিশ্বজয়ী। এহেন হেভিওয়েট দল কিনা এবার সবচেয়ে দূর্বল হিসাবে গণ্য হচ্ছে। বিলেতে বিশ্বযুদ্ধ শুরুর আগে এমনই চর্চা ছিল শ্রীলঙ্কাকে নিয়ে। অতীতের সোনালি দিন এখন আর নেই। কাপ জয়ের ফেভরিট হিসাবেও খুব কম বিশেষজ্ঞই বাজি ধরেছেন করুণারত্নের দল নিয়ে। শনিবার চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়ে বিশেষজ্ঞদের আশঙ্কাই সঠিক প্রমাণ করলেন। কার্ডিফে কিউয়িরা দশ উইকেটে হারাল লঙ্কাবাহিনীকে। দুর্বল ব্যাটিং আর নির্বিষ বোলিং ডোবাল তাদের। হাসতে হাসতে ১৩৭ রানের সহজ টার্গেট পূরণ করলেন গুপ্তিল-মুনরোরা। প্রথম ম্যাচেই এমন হতশ্রী পারফরম্যান্সের পর অনেকেই আর শ্রীলঙ্কাকে বাজি ধরতে চাইবেন না বলে মনে করাই যায়।
[আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, নয়া রেকর্ডের মালিক গেইল]
এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৩৬ রান তোলে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে (৫২) ছাড়া প্রত্যেকেই ব্যর্থ হন। তিনজন শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন। জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গুপ্তিল (৭৩) ও কলিন মুনরো (৫৮)। দুজনেই অপরাজিত থাকেন। মাত্র ১৬.১ ওভারে ম্যাচ শেষ করেন দুই ব্যাটসম্যান। একপেশে ম্যাচে হতাশ করলেন শ্রীলঙ্কার বোলাররা। মালিঙ্গাদের বোলিংয়ে কোনও ধার ছিল না এদিন। দুই কিউয়ি ওপেনারের থেকেও বেশি কৃতিত্বের অধিকারী বোলাররা। যেভাবে তাঁরা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন তা প্রশংসাযোগ্য। এদিনের পারফরম্যান্স সত্যিই চিন্তা বাড়াবে শ্রীলঙ্কা দল ও সমর্থকদের।
[আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাসে ইংল্যান্ড, বিরাট রানে হারল দক্ষিণ আফ্রিকা]