Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘আমার কাছে আরও পাঁচ সেকেন্ড সময় ছিল!’ শাকিবের বাংলাদেশ ছাড়া আর কার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ম্যাথিউজ?

অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিস্ফোরণ।

ICC ODI World Cup 2023: Angelo Mathews offers video evidence, claims he shouldn't have been timed out against Bangladesh। Sangbad Pratidin

'টাইমড আউট'! মেজাজ হারিয়ে মাঠ ছাড়ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 7, 2023 9:01 am
  • Updated:November 7, 2023 12:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতদৃষ্টিতে একটা নির্বিষ ম্যাচ। কিন্তু শ্রীলঙ্কা (Sri Lanka) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ থেকে এমন মহা বিতর্ক জন্ম নেবে সেটা কে জানত! আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ‘টাইমড অউট’ (Timed Out) হয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। সাজঘরে যাওয়ার আগে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন হেলমেট। তবুও তাঁর রাগ কমেনি। সেই ক্ষোভের বহিপ্রকাশ দেখা গেল ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে। এমনকি নিজের X হ্যান্ডেলেও শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও চতুর্থ আম্পায়ারে আদ্রিয়ান হোল্ডস্টকের (Adrian Holdstock) বিরুদ্ধে জানালেন তীব্র প্রতিবাদ।

ম্যাথিউজের বলেই ৫৬ বলে ৮২ রান করে আউট হন শাকিব। যদিও ম্যাচটা (ICC ODI World Cup 2023) শ্রীলঙ্কা ৩ উইকেটে হেরে যায়। এর পর সাংবাদিক বৈঠকে এসেই তারকা ক্রিকেটার সটান বলে দেন, “আমি কোনও ভুল করিনি। ক্রিজে পৌঁছাতে এবং নিজেকে প্রস্তুত করে নিতে আমার হাতে দু’মিনিট ছিল। যেটা আমি করেছিলাম। কিন্তু তার পর সরঞ্জাম বিগড়ে গিয়েছিল। আমি জানি না যে বাংলাদেশের সাধারণ বিচারবুদ্ধি কোথায় গিয়েছে।”

Advertisement

এখানেই তিনি ক্ষান্ত ছিলেন না। ফের যোগ করেন, “শাকিব আল হাসান এবং বাংলাদেশ যে কাজটা করেছে, সেটা খুবই লজ্জাজনক। ওরা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে ভয়ংকর রকম একটা গলদ আছে। অবশ্যই ওরা চূড়ান্ত নীচুস্তরে নেমে গিয়েছে। আমি যদি দেরি করতাম এবং আমার হাতে থাকা দু’মিনিটের সময়সীমা পেরিয়ে যেতাম তাহলে আলাদা বিষয় ছিল। কিন্তু এখানে আমার কোথায় ভুল! আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গেলে কী করব!”

Advertisement

 

[আরও পড়ুন: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নন, ‘টাইমড আউট’ হওয়া প্রথম ক্রিকেটার হতে পারতেন সৌরভ]

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ‘কমন সেন্স’-এর অভাব আছে বলেও দাবি করেছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। একইসঙ্গে তাঁর আরও দাবি, শ্রীলঙ্কার হাতে ভিডিও ফুটেজ আছে, যা থেকে প্রমাণিত হয়ে যাবে যে দু’মিনিটের মধ্যে মাঠে চলে এসেছিলেন।

ম্যাথিউজ বলেন, “বিশ্বকাপের নিয়ম অনুসারে আমাকে দুই মিনিটের মধ্যে ক্রিজে যেতে হত। আইন অনুযায়ী, আমায় দু’মিনিটের মধ্যে যেত হত। আমি ১ মিনিট ৪৫ সেকেন্ড বা ১ মিনিট ৫০ সেকেন্ডে ক্রিজে চলে গিয়েছিলাম। আপনার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার পর আমার হাতে আরও পাঁচ সেকেন্ড ছিল। আম্পায়াররাও আমাদের কোচেদের বলেছেন যে আমার হেলমেট ভেঙে যাওয়ার বিষয়টি তাঁরা দেখতে পাননি। আমি শুধুমাত্র নিজের হেলমেট চাইছিলাম। অর্থাৎ এটা নেহাতই সাধারণ বিচারবুদ্ধির বিষয়।”

 

এর পর রাতের দিকে আবার নিজের X হ্যান্ডেলে চতুর্থ আম্পায়ারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ম্যাথিউজ। তিনি লিখেছেন, ‘চতুর্থ আম্পায়ার একেবারেই ভুল। আমার হাতে আরও পাঁচ সেকেন্ড ছিল। সেই ভিডিও আমার কাছে আছে। চতুর্থ আম্পায়ার নিজের ভুল বুঝতে পেরেছেন? আমি হেলমেট ছাড়াই ব্যাট করব? আমার সুরক্ষার দায় কে নেবে?’ এমনকি তিনি পরের X বার্তায় দুটি ছবি পোস্ট করে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন।

যদিও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের দাবি, ম্যাথিউজ ক্রিজে আসার পর দুই মিনিট সময় কাটিয়ে দেওয়ার পর ওর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার কথা বলেছিল। ফলে নিয়ম অনুসারে ওটা আউট।

[আরও পড়ুন: ‘এই ধরনের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ক্ষতিকারক’, ম্যাথিউজের পাশে দাঁড়ালেন আসালাঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ