Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ODI World Cup 2023: নিজের দেশকেই তুলোধোনা, বাবরদের থেকে এই দলকেই এগিয়ে রাখলেন শোয়েব

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স পাকিস্তানের।

ICC ODI World Cup 2023: Former Pakistan batter Shoaib Malik said Afghanistan played better cricket than Pakistan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 11, 2023 12:56 pm
  • Updated:November 11, 2023 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) ক্রিকেট কি পড়তির দিকে? আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেট সেখানে ক্রমশ এগোচ্ছে? চলতি বিশ্বকাপে দুই দেশের পারফরম্যান্স দেখার পরে ওয়াঘার ওপার থেকেই ক্রিকেটবিশেষজ্ঞরা স্বীকার করে নিয়েছেন, এবারের বিশ্বকাপের পারফরম্যান্স ধরলে রশিদ খানরা শত যোজন এগিয়ে পাকিস্তানের থেকে। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্স দেখার পরে সেদেশে সমালোচনার ঝড় উঠেছে। বাবর আজমদের পারফরম্যান্স একেবারেই খুশি করতে পারেনি শোয়েব মালিক, ওয়াসিম আক্রমের মতো প্রাক্তনদের। তীব্র সমালোচনা করেছেন তাঁরা। আফগানদের প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।  
পাকিস্তানের টিভি চ্যানেল এ স্পোর্টসে শোয়েব মালিক বলেছেন, ”আফগানিস্তান আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট তুলে ধরেছে। এবারের বিশ্বকাপের কথাই যদি আমরা ধরি, তাহলে আফগানিস্তান আমাদের থেকে অনেক ভালো খেলেছে।” 

 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বকাপে আফগানদের নটে গাছটি মুড়োলো, মাত্র চব্বিশেই অবসর তারকা পেসারের]

আফগানিস্তান ও পাকিস্তান -দুদেশই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। পাকিস্তান হার মেনেছে আফগানিস্তানের কাছে। দুই পড়শি দেশের ক্রিকেটযুদ্ধের পরে পাক ক্রিকেট বিশেষজ্ঞদের বলতে শোনা গিয়েছিল, পাকিস্তান ভূ-রাজনীতিতে জড়িয়ে পড়েছে বেশি করে। অন্যদিকে আফগানিস্তান রাজনীতির থেকে ক্রিকেটে মনোনিবেশ বেশি করছে। তার প্রতিফলনও পড়েছে ক্রিকেট মাঠে। রশিদ খান-মহম্মদ নবিদের লড়াই চোখে পড়েছে সবার।
সেই কারণে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে ‘ধন্য ধন্য’ করছেন সবাই। শোয়েব মালিকের সুরে সুর মিলিয়ে আক্রম বলছেন, ”আফগানদের শক্তিশালী দেখিয়েছে। ক্রমাগত খেলে যাওয়ার জন্য আমাদের ছেলেদের ক্লান্ত দেখিয়েছে। তবে সন্দেহই নেই, আফগানিস্তানকে ভালো লেগেছে।”
আফগান-রূপকথা থেমে গিয়েছে। পাকিস্তানেরও বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। হৃদয় উজাড় করে খেলে আফগানিস্তান জিতে নিয়েছে সবার মন।

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বকাপের পরই কি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বাবর? তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ