Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: বিশ্বকাপে আফগানদের নটে গাছটি মুড়োলো, মাত্র চব্বিশেই অবসর তারকা পেসারের

বিতর্কও তাড়া করেছে তাঁকে।

ODI World Cup 2023: Afghanistan pacer Naveen-ul-Haq retires from ODI cricket । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 11, 2023 10:58 am
  • Updated:November 11, 2023 10:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ শেষ হলে তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন। আর সেটাই করলেন তিনি। তিনি নবীন উল হক। আফগানিস্তানের পেসার। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় আফগানিস্তানের। ম্যাচের পরই নবীন অবসর ঘোষণা করেন। সোশাল সাইটে অবসরের কথা জানিয়েছেন আফগান পেসার।
নবীন লিখেছেন, ”আফগানিস্তানের জার্সি পরে অত্যন্ত গর্বের সঙ্গে আমি খেলেছি। প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত একই অনুভূতি নিয়ে খেলে গিয়েছি। আমাকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরা বার্তা পাঠানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।”  আইপিএলে বিরাট কোহলির সঙ্গে তাঁর ঝামেলা নিয়ে জল গড়িয়েছিল বহুদূর। বিতর্কের মুখ হয়ে গিয়েছিলেন নবীন। বিশ্বকাপ চলাকালীন কোহলি ও নবীনের মধ্যে ‘সন্ধি’ হয়।  

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বকাপের পরই কি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বাবর? তুঙ্গে জল্পনা]

২০১৬ সালে আফগানিস্তানের জার্সিতে অভিষেক ঘটে নবীনের। আফগানিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। নিয়েছেন ২২টি উইকেট। শেষ ম্যাচে অবশ্য উইকেট পাননি নবীন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেট পেলে তা স্মরণীয় হয়ে থাকত। ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৩৪টি উইকেট সংগ্রহ করেছেন আফগানিস্তানের এই পেসার। দেশের জার্সিতে ওয়ানডে খেলতে তাঁকে আর দেখা যাবে না ঠিকই। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন নবীন।
দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচ হেরে গেলেও আফগানরা মাথা উঁচু করেই টুর্নামেন্ট ছাড়লেন। ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। রশিদ খানদের মরিয়া লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে। 

Advertisement

 

[আরও পড়ুন: এলেন, কিনলেন, চলেও গেলেন, অনুষ্কার প্রিয় বেকারি চিনতেও পারল না বিরাটকে!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ