সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ধুন্ধুমার। আহমেদাবাদে ভারত-পাক (India vs Pakistan) হাইটেনশন ম্যাচ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বারুদে ঠাসা ভারত-পাক ম্যাচের আগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকছে। সেই সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করার কথা নামী শিল্পীদের। যদিও তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন গোল্ডেন টিকিট প্রাপকরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গোল্ডেন টিকিট তুলে দিয়েছে শচীন তেণ্ডুলকর, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের হাতে। তাঁরা তো উপস্থিত থাকবেনই ম্যাচে, সেই সঙ্গে একাধিক ভিআইপি-ও হাজির থাকবেন বলে জানানো হয়েছে।
বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। শেষ হবে ১ টা ১০ মিনিটে। বাচ্চাদের হাত ধরে দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামবেন বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.