Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘লিলিপুট’ ডাচদের বিরুদ্ধে জিতলেও পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে উঠে গেল প্রশ্ন

জিতলেও পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন।

ICC ODI World Cup 2023: Pakistan beat Netherlands by 81 runs। Sangbad Pratidin

মহম্মদ রিজওয়ান ও সউদ শকিলের জুটি পাকিস্তানের মান বাঁচায়। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 6, 2023 9:18 pm
  • Updated:October 6, 2023 9:33 pm

পাকিস্তান: ২৮৬ (রিজওয়ান ৬৮, শকিল ৬৮, বাস ডি লিড ৪/৬২)
নেদারল্যান্ডস: ২০৫ (বাস ডি লিড ৬৭, বিক্রমজিত ৫২, হ্যারিস রউফ ৩/৪৩, হাসান আলি ২/৩৩)
পাকিস্তান ৮১ রানে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও সউদ শাকিল (Saud  Shakeel) সেই চাপের মুখে রুখে না দাঁড়ালে চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) প্রথম অঘটন ঘটে যেতেই পারত। তবে সেটা হল না। দুই ব্যাটার দলের মান বাঁচালেন। আর সেই রান চেজ করা যে নেদারল্যান্ডসের (Netherlands) পক্ষে কঠিন অঙ্ক ছিল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ডাচদের দুই ব্যাটার বিক্রমজিত সিং (Vikramjit Singh) ৬৭ বলে ৫২ ও বাস ডি লিড (Bas de Leede) ৬৮ বলে ৬৭ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে লড়লেন লগান ভ্যান বিক (২৮ বলে অপরাজিত ২৮ রান)। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাক বোলিং-য়ের সামনে বাকি ব্যাটাররা ব্যর্থ হতেই, ২০৫ রানে গুটিয়ে গেল নেদারল্যান্ডস। ফলে ভারতের মাটিতে পা রেখে প্রথম ম্যাচেই জয় পেল পাকিস্তান। ৮১ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ল বাবরের আজমের (Babar Azam) সতীর্থরা। 

Advertisement

ভারতে (India) আসার পর থেকে হায়দরাবাদের (Hyderabad) এই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (Rajib Gandhi International Stadium) পাকিস্তানের গড়। সেখানেই প্রস্তুতি সেরেছে পাক দল। এবার সেই চেনা পিচে খেলতে নেমে এবারের কাপ যুদ্ধ অভিযান জয় দিয়ে শুরু করল ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। হ্যারিস রউফ ৪৩ রানে ৩ এবং হাসান আলি ৩৩ রানে ২ উইকেট নিলেন। 

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে খেলবেন শুভমান? বড় আপডেট দিলেন রাহুল দ্রাবিড়]

বিপক্ষে ‘লিলিপুট’ ডাচরা হলেও ২৮৬ রানে অল আউট হয়ে গেল পাক দল। পুরো ওভার খেলতেই পারলেন না পাক ব্যাটাররা। রান পেলেন না বাবর, ফখর জামানরা (Fakhar Zaman)। তবে রিজওয়ান ও সউদ শাকিল মিলে দলের রানকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৬২ রানে ৪ উইকেট নেন বাস ডি লিড। ডাচরা হারলেও বাস ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। 

Haris Rauf
ডাচদের বিরুদ্ধে নজর কাড়লেন হ্যারিস রউফ। ছবি: টুইটার

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন ইমাম উল হক ও ফাখর জামান। প্রথম ম্যাচেও রান পেলেন না দুজনের কেউই। মাত্র ৫ রানে ফিরলেন পাক অধিনায়ক। ফলে ৩৮ রানের ৩ উইকেট হারায় পাকিস্তান।

তবে চাপের মুখে ফের লড়াই করতে শুরু করেন মহম্মদ রিজওয়ান ও সউদ শকিল। দু’জন চতুর্থ উইকেটে যোগ করেন ১২০ রান। রিজওয়ান ৭৫ বলে ৬৮ ও শকিল ৫২ বলে ৬৮ রান করেন। শেষ দিকে মহম্মদ নওয়াজ ৩৯ ও শাদাব খান ৩২ রান করেছেন। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৮৬ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস। এরপর রান চেজ করতে নেমে বাস ডি লিড ৬৭, বিক্রমজিত লড়াই করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাক দলের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও, জয়ের মুখ দেখল ‘গ্রিন ব্রিগেড’। ১০ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবেন শাহিন শাহ আফ্রিদি-শাদাব খানরা। 

[আরও পড়ুন: জাদেজা-অশ্বিনের রেপ্লিকা আমদানি করে মহড়া স্মিথ-ওয়ার্নারদের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement