Advertisement
Advertisement
ICC U19 Mens Cricket World Cup

হারতেই পাক সমর্থকদের ট্রোল ভারতকে! প্রতিবেশীদের উপর বেজায় চটলেন ইরফান

হারলেও যুব দলের পাশে ইরফান।

ICC U19 Mens Cricket World Cup: Irfan Pathan slams Pakistan fans for trolling India U19 team। Sangbad Pratidin

ভারত হারতেই পাক সমর্থকদের বুঝে নিলেন ইরফান।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 12, 2024 8:58 am
  • Updated:February 12, 2024 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নামেই প্রতিবেশী। আসলে তোমরা কারও উন্নতি দেখতে পারো না!’, এভাবেই পাকিস্তানের (Pakistan) ক্রিকেটপ্রেমীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। কিন্তু কেন এমন আচরণ করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন পেসার? রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 Men’s Cricket World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia U19) বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত (India U19)। মেগা ফাইনালে উদয় সাহারনের ভারতকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিউ ওয়েবগেনের অজিরা। ম্যাচ শেষ হওয়ার অনেক আগে থেকেই ভারতীয় দলকে সোশাল মিডিয়াতে ট্রোল করতে থাকে একাধিক পাক ক্রিকেটপ্রেমী। যা মেনে নিতে পারলেন না ইরফান। তিনিও পালটা দিলেন।

নিজের X হ্যান্ডেলে ইরফান লিখেছেন, ‘নিজেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি। এদিকে ভারতের নিন্দা করছে! এরা সবাই কম্পিউটারের কিবোর্ডে যোদ্ধা! সীমান্তের ওপারের লোকজন আমাদের যুব দলের ছেলেদের হারে উল্লাসে মত্ত। এই নেতিবাচক মানসিকতার প্রভাব ওদের দেশের সর্বত্র ছড়িয়ে রয়েছে, #Padosi’।

Advertisement

[আরও পড়ুন: অধরা বিশ্বকাপ, দাদাদের বদলা নিতে ব্যর্থ ভাইরা, অজি দাপটে অস্তাচলে উদয়ের ভারত]

 

Advertisement

আসলে আইসিসি প্রতিযোগিতা ভারতের কাছে যেন অভিশাপের মতো হয়ে যাচ্ছে। গত ৯ মাসে এই নিয়ে তৃতীয়বার ফাইনালে হারের মুখ দেখতে হল ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে। এবং কাকতালীয়ভাবে প্রতিবার অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছে। গত বছর জুন থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে তিন-তিনবার টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বসেরার শিরোপা পেল অজিরা। ফাইনালে হারের আগে থেকেই ভারতীয় দলকে ট্রোল করা হচ্ছিল। আর তাই পাক সমর্থকদের উপর ক্ষোভ উগরে দিলেন ইরফান।

[আরও পড়ুন: ভারতকে হারিয়েই ৯ মাসে তিনবার বিশ্বসেরা অজিরা, ICC টুর্নামেন্টে শাপমুক্তি ঘটবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ