Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: ‘চালাকিটাই আসল…’, বিশ্বকাপে টানা হারের পর কোচকে তোপ প্রাক্তন পাক অধিনায়কের

দল নির্বাচন নিয়েও তোপ প্রাক্তন অধিনায়কের।

ICC World Cup 2023: Former Pak captain slams TD Mickey Arthur after Pakistan lost 2 matches | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 23, 2023 11:11 am
  • Updated:October 23, 2023 11:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালাকি করে প্রতিপক্ষের থেকে জয় ছিনিয়ে নিতে হবে। পরিস্থিতি বুঝে সেই মতো পারফরম্যান্স করে এগিয়ে যেতে হবে প্রতিপক্ষের থেকে। যুগ যুগ ধরে এভাবেই ক্রিকেট খেলে এসেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু বর্তমান কোচ সেই ধারাটাকেই পালটে দিতে চাইছেন। বিশ্বকাপে (ICC World Cup 2023) পরপর দুই ম্যাচ হারের পর পাক কোচ মিকি আর্থারকে (Mickey Arthur) কাঠগড়ায় তুলেছেন সেদেশের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, ক্রিকেটারদের চেয়েও বেশি ভুল করছেন মিকি।

চলতি বিশ্বকাপের শুরুতে দুই ম্যাচ জিতেছিল পাকিস্তান। কিন্তু তার পরেই হোঁচট বাবর আজম ব্রিগেডের। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে দুরমুশ হওয়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হেরেছে পাকিস্তান। সেখান থেকেই তুমুল সমালোচনা। অনেকেই মনে করছেন, ব্যাটার হিসাবে বাবর আজমের (Babar Azam) ব্যর্থতা তাঁর অধিনায়কত্বে প্রভাব ফেলছে। এছাড়াও পাক ড্রেসিংরুমে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তাঁর তুমুল ঝামেলার খবরও প্রকাশ্যে এসেছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ঝোড়ো ইনিংস, তোমার জন্য গর্বিত’, দুরন্ত ব্যাটিংয়ের পর স্বামীকে ‘বিরাট’ সার্টিফিকেট অনুষ্কার]

তবে এত ঘটনা সত্ত্বেও ক্রিকেটারদের দোষ দিচ্ছেন না প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, “চালাকি করে ক্রিকেট খেলতে অভ্যস্ত পাকিস্তান। ওটাই পাক ক্রিকেটের আসল মন্ত্র। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে চালাকি করেই ক্রিকেট খেলে এসেছে পাকিস্তান। কিন্তু সেই মানসিকতাটাই আমূল পালটে ফেলতে চাইছেন মিকি আর্থার। ফলে পাক দল থেকে ম্যাচ উইনারের সংখ্যা কমছে। পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করে ম্যাচ জিততে পারছে না পাকিস্তান।”

Advertisement

পাক দলের টেকনিক্যাল ডিরেক্টর মিকির মানসিকতার পাশাপাশি দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন লতিফ। তাঁর পর্যবেক্ষণ, টি-টোয়েন্টি ক্রিকেটের স্পিনারদের দিয়ে ওয়ানডে ম্যাচ জেতার চেষ্টা করছে পাকিস্তান। তবে বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা এখনও উজ্জ্বল বলেই মনে করেন লতিফ। তিনি বলছেন, “চালাকিটাই পাক ক্রিকেটে আসল। বাবর আজমরা চালাকি করে ক্রিকেট খেলুন। খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে পাক ক্রিকেটে।” 

[আরও পড়ুন: অনুরাগের হাতে হাত, নাড্ডার পাশে বসে বিশ্বকাপে মজে কংগ্রেসের মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ