রাজর্ষি গঙ্গোপাধ্যায়, চেন্নাই: শুভমান গিলের (Shubhman Gill) অবস্থাটা ঠিক কী? কোন ম্যাচ থেকে তিনি ভারতীয় দলে ফিরতে পারেন? আদৌ কি দিল্লিতে টিমের সঙ্গে যাচ্ছেন তিনি? শনিবার চিপকে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারত (India Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা বলে গিয়েছিলেন যে, শুভমান অসুস্থ বটে। কিন্তু সরকারি ভাবে ম্যাচ থেকে এখনও ছিটকে যাননি। ভারত অধিনায়ক যা-ই বলে যান, পুরোটাই যে কথার কথা, বেশ বোঝা যাচ্ছিল। ডেঙ্গু থেকে কে আর কবে দিন তিনেকে সেরে উঠেছে? আর তা যে বিশেষ ভুল ভাবা হয়নি, পরিষ্কার হয়ে গেল রবিবার।
বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দূরস্থান, টিমের সঙ্গেও আসেননি ভারতীয় ওপেনার। টিম হোটেলে নিজের রুমেই থেকে গিয়েছেন। স্বাভাবিক। ডেঙ্গু আক্রান্তকে প্রথম কয়েকটা দিন টানা স্যালাইন ড্রিপ দিয়ে যেতে হয়। যেহেতু প্রথম দিকে শরীরে তরল পদার্থের অভাব দেখা দেয়। শুভমানের সে সমস্তই চলছে এখন। সাধারণত ডেঙ্গু হলে দু’সপ্তাহ সময় লাগে সেরে উঠতে। পুরোপুরি দুর্বলতা কাটাতে আরও কয়েক দিন সময় লেগে যায় তার পর।
ডাক্তারি মহলের কারও কারও ধারণা হল, শুভমান যেহেতু তুখোড় একজন অ্যাথলিট, তাই আর পাঁচজনের চেয়ে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মাঠে নামার মতো অবস্থায় আসতে তাঁর আরও কিছু দিন সময় লাগবে। কারণ, এটা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আট ঘণ্টা ধরে ম্যাচ চলে। রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিল্ডিং করা রয়েছে। তাই ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ যদি বা তিনি হয়েও ওঠেন, তড়িঘড়ি মাঠে নামার মতো অবস্থায় তিনি থাকবেন না। তাই কবে তিনি বিশ্বকাপ জার্সিতে দেশের হয়ে নামতে পারবেন, এখনই বলার উপায় নেই। আফগানিস্তান তো বটেই, আগামী ১৪ অক্টোবরের আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধেও শুভমানকে পাওয়া যাবে কি না, ঘোর সন্দেহ।
শোনা গেল, রবিবার রাতের দিকে শুভমান নিয়ে আর এক দফা ডাক্তারি রিপোর্ট আসার কথা রয়েছে। যার পর নাকি শুভমানের দিল্লি যাত্রার ভাগ্য নির্ধারণ হবে। রোহিত শর্মাদের পরবর্তী খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। আগামী ১১ অক্টোবর, নয়াদিল্লিতে। কিন্তু শুভমানকে দিল্লি নিয়ে যাওয়া হবে, নাকি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে– ঠিক হবে ওই ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.