Advertisement
Advertisement
IND vs AFG

বিরাটের নজির ছুঁয়ে কী বললেন ম্যাচের সেরা শিবম দুবে?

আরও সুযোগের অপেক্ষায় শিবম দুবে।

IND vs AFG: Shivam Dube joins Virat Kohli in unique list, after match winning knock against Afghanistan। Sangbad Pratidin

বিরাটের রেকর্ডে ভাগ বসালেন শিবম দুবে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 12, 2024 8:15 pm
  • Updated:January 12, 2024 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা অলরাউন্ড পারফরম্যান্স হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) জায়গায় তাঁকে বসাতে পারবে কিনা জানা নেই। তবে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ব্যাটে-বল পারফরম্যান্স করা শিবম দুবে (Shivam Dube) কিন্তু নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন। সেটা তাঁর কথায় পরিষ্কার। আফগানদের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ অলরাউন্ডার। একইসঙ্গে এমন পারফরম্যান্সের সুবাদে এবার বিরাট কোহলিকেও (Virat Kohli) ছুঁয়ে ফেললেন তিনি।

ম্যাচের শেষে শিবম দুবে বলেন,”এই সুযোগের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। সাফল্য পাওয়ার জন্য বোলিং নিয়ে কাজ করেছি। এই ম্যাচেও ভালো বোলিং করেছি। এছাড়া জাতীয় দলে জায়গা ধরে রাখার জন্য ফিটনেস নিয়ে অনেক খেটেছি।” এর পর অধিনায়ক রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিবম ফের যোগ করেন, “সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত ভাই আমাকে আমার কাজ সম্পর্কে জানিয়ে দিয়েছিল। সেটা ভালো পারফরম্যান্সের অন্যতম বড় কারণ।”‘

Advertisement

[আরও পড়ুন: ‘বিরাটকে চটাতে যেও না!’, বেন স্টোকসদের সতর্ক করলেন প্রাক্তন ইংরেজ স্পিনার]

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। এদিকে এমন পারফরম্যান্সের সুবাদে বিরাটকে ছুঁয়ে ফেললেন শিবম। টি-২০ ফরম্যাটে একই ম্যাচে অর্ধশতরান এবং উইকেট নিলেন তিনি। এমন ঘটনা এর আগে ঘটিয়েছিলেন মাত্র তিন জন ভারতীয়।

Advertisement

এর আগে ভারতীয়দের মধ্যে এর আগে একই টি-২০ ম্যাচে উইকেট নেওয়া এবং অর্ধশতরান করার নজির রয়েছে যুবরাজ সিং, হার্দিক ও বিরাট। যুবরাজ তিনবার একই ম্যাচে অর্ধশতরান এবং অন্তত একটি উইকেট নেওয়ার নজির গড়েন। বিরাট দুবার এমন নজির গড়েছেন। হার্দিক ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই ম্যাচে অর্ধশতরান করেন এবং উইকেট নেন। এবার সেই তালিকায় নাম লেখালেন শিবম।

[আরও পড়ুন: দুটো হাত নেই, তাও দাপিয়ে ক্রিকেট খেলছেন কাশ্মীরের ক্রিকেটার আমির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ