Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

যশস্বীর ক্যাচ নিয়ে দুই শিবিরের মধ্যে ঝামেলা তুঙ্গে! ‘চিটার’ আওয়াজ শুনল স্টোকসের ইংল্যান্ড

সিরিজে এই প্রথমবার দুই শিবিরের মধ্যে লেগে গেল জোর ঝামেলা।

IND vs ENG: Ben Foakes is cheater! Fans slam England's sportsman spirit over Yashasvi Jaiswal catch, Rohit Sharma unhappy। Sangbad Pratidin

যশস্বীর ক্যাচের আবেদন নাকচ করে দিতেই বিতর্কের সূত্রপাত।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 24, 2024 5:46 pm
  • Updated:February 24, 2024 5:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে যতই লড়াই হোক, মাঠের বাইরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে শান্তি বজায় ছিল। তবে চলতি সিরিজে এই প্রথমবার দুই শিবিরের মধ্যে লেগে গেল জোর ঝামেলা। নেপথ্যে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ক্যাচের আবেদন নাকচ করে দেওয়া। স্বভাবতই ইংল্যান্ডের (England) অক্রিকেটীয় আচরণের জন্য বেজায় চটলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকি গোটা ঘটনা এমন জায়গায় পৌঁছে গেল যে, উইকেটকিপার বেন ফোকসকে (Ben Foakes) ‘চিটার’ কটাক্ষ হজম করতে হল।

কিন্তু কেন ঘটল এমন ঘটনা?

Advertisement

চলতি রাঁচি টেস্টের প্রথম সেশনের ঘটনা। বোলিং করছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। স্ট্রাইকে অলি রবিনসন (Ollie Robinson)। স্লিপে তাঁর ক্যাচ নেন রোহিত। তবে যদিও তিনি নিশ্চিত ছিলেন না। দুই অনফিল্ড আম্পায়ারকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বল ক্যারি করেনি। তবুও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অনুরোধ করেন। এবং রিপ্লেতে দেখা যায়, বল আগে মাটিতে পড়েছে। আর তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হয়নি। ভারত অধিনায়কের স্পোর্টসম্যান স্পিরিটের সবাই প্রশংসা করেন সবাই।

Advertisement

[আরও পড়ুন: থাকছেন ব্যারেটো-পিঙ্কি প্রামাণিক, রান ফর ট্রাইবালসদের জন্য অযোধ্যা পাহাড়ে এক অন্য ম্যারাথন]

 

 

তবে দ্বিতীয় ঘটনা ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। যশস্বীর ক্যাচ নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। ১৯.৬ ওভারের ঘটনা। দুরন্ত ছন্দে থাকা ভারতের বাঁহাতি তরুণ ওপেনার। সে সময় তিনি ৪০ রানে ক্রিজে। বোলিংয়ে সেই অলি রবিনসন। অফস্টাম্পের বাইরে বাইরের বলে খোঁচা দেন যশস্বী। উইকেটের পিছনে বেন ফোকস ক্যাচ নেন। যদিও সেটি ক্যাচ ছিল কিনা, সন্দেহ ছিল। বেন ফোকস সহ ইংল্যান্ড প্লেয়াররা সেলিব্রেশনে মেতে ওঠেন। যশস্বীর সন্দেহ থাকায় ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। ক্যাচ হয়েছে কিনা তৃতীয় আম্পায়ারের সাহায্য চান অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা।

রিপ্লে দেখে আবারও সেলিব্রেশন শুরু করে দেন বেন স্টোকস (Ben Stokes) ও তাঁর দলের বাকিরা। এমনকি স্লো-মোশন রিপ্লেতেও সেলিব্রেশন থামেনি! যদিও স্লো মোশনে দেখা যায়, বল মাটি ছুঁয়ে ফোকসের গ্লাভসে লেগেছে। তৃতীয় আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত জানানোর পর অবাক জয়ে যান স্টোকসরা। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ইংল্যান্ডের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। শুনতে হল ‘চিটার’ আওয়াজ।

[আরও পড়ুন: স্বপ্ন পূরণ! কাশ্মীরের বিশেষভাবে সক্ষম আমিরকে ব্যাট উপহার দিলেন ‘ক্রিকেট ঈশ্বর’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ