Advertisement
Advertisement
IND vs ENG

‘টিম ইন্ডিয়া সবচেয়ে কম সাফল্য পাওয়া দল!’, ভনের খোঁচার জবাবে পালটা দিলেন অশ্বিন

মাইকেল ভনকে পাত্তা দিতে রাজি নন রবিচন্দ্রন অশ্বিন।

IND vs SA: Ravichandran Ashwin's fiery reply to Michael Vaughan, find out why। Sangbad Pratidin

মাইকেল ভনের দাবি মানতে নারাজ অশ্বিন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 7, 2024 12:32 pm
  • Updated:January 7, 2024 12:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁচাটা বেশ কদিন আগে দিয়েছিলেন মাইকেল ভন (Michael Vaughan)। প্রখ্যাত ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়কের দাবি ছিল, অনেক তারকা থাকলেও কোনও কিছুই জিততে পারে না ভারত। একটু দেরিতে হলেও সেই কটাক্ষের পালটা জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে বেন স্টোকসের (Ben Stokes) দল মাঠে নামার আগেই উত্তেজনার পারদ চরতে শুরু করল।

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ভন। সেখানেই প্রথম টেস্টের শেষে মার্ক ওয়ার সঙ্গে কথা বলার সময় ভারতীয় দলের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন। ভন তখন বলেছিলেন, “সাম্প্রতিক সময় ভারতীয় দল তো কিছুই জেতেনি। আসলে ওরা কিছুই জিততে পারে না। ওরা তো দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল। আমরা সবাই জানি, ভারতীয় দল ভালো পারফরম্যান্স করতে সক্ষম ছিল। ওদের সমস্ত ধরনের প্রতিভা আছে। তার পরেও আমি বিশ্বাস করি, ওদের প্রতিভা থাকা সত্বেও ওরা কিছুই জিততে পারে না। শেষ বার ওরা কী জিতেছিল? ভারত বিশ্বের এমন একটি দল, যারা গত কয়েক বছরে তার সম্ভাবনার তুলনায় অনেক কম অর্জন করেছে। আপনি যদি ওদের রেকর্ডগুলি দেখেন, তবে দেখবেন, ওরা কোনও বড় ইভেন্ট জিততে পারেনি। ওরা এখানে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল। কিন্তু এর পর, আইসিসি ইভেন্ট হোক বা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ, হারের মুখে পড়তে হয়েছে। এমনকি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপও জিততে পারেননি ভারত।”

Advertisement

[আরও পড়ুন: ফাঁস ধোনির হুঁকোপ্রীতি! প্রকাশ্যে চলে এল মাহির ধুমপানের ভিডিও]

যদিও চুপ করে থাকেননি অশ্বিন। তিনিও নিজের ইউ টিউব চ্যানেলে পালটা দিয়ে বলেছেন, “মাইকেল ভনের দাবি, আমরা নাকি কিছুই করতে পারি না। হ্যাঁ এটা ঠিক যে আমরা দুটি বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছি। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আমরা আইসিসি ট্রফি জিততে পারিনি। এটাও মেনে নিলাম। কিন্তু তাই বলে আমাদের কোনও সাফল্য নেই এটা একেবারে ভুল। গত কয়েক বছরে সফরকারী দলের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে আমরা সবচেয়ে সফল দল। আমরা বিদেশে একাধিক টেস্ট জিতেছি। তাই এমন কথা শুনলে হাসি পায়।”

Advertisement

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বক্সিং ডে টেস্টে হারলেও, পরের টেস্টে জিতে সিরিজ ড্র করেছে ভারত। অস্ট্রেলিয়ায় সবশেষ দুটি সফরেই সিরিজ জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে উপমহাদেশের আর এক দল পাকিস্তান গত ২৮ বছরে টানা ১৭ টেস্ট হেরেছে অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কা তো অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টেস্ট জয়ের স্বাদই পায়নি। ১৫ টেস্ট খেলে হেরেছে ১৩টিতেই। তাই ভারতের সাফল্যকে একেবারে উড়িয়ে দিলেন অশ্বিন তো প্রতিবাদ করবেনই।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে রোহিত-কোহলির খেলা নিয়ে এখনও সংশয়, সিদ্ধান্ত নেবেন খোদ জয় শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ