Advertisement
Advertisement

সূর্যর দাপটে আইসিসি-র ক্রমতালিকায় পতন পাক অধিনায়কের, শীর্ষে রিজওয়ানই

উঠে এসেছেন লোকেশ রাহুলও। কত নম্বরে তিনি?

India batter Surya Kumar Yadav jumps into third position in latest ICC T20I ranking | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 21, 2022 5:03 pm
  • Updated:September 21, 2022 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আর সেই তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। আর তিনি উঠে আসায় এক ধাপ নেমে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam)।

টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব ভাল ব্যাট। যে কোনও মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে স্কাই বলেই পরিচিত সূর্যকুমার যাদব। এশিয়া কাপে সূর্যকুমার যাদব নজর কাড়েন।  গত কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সূর্যর ব্যাটে গনগনে তেজ দেখা গিয়েছিল। 

Advertisement

আজ বুধবার প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় দেখা যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বরে রয়েছেন মহম্মদ রিজওয়ান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮২৫। এশিয়া কাপে রিজওয়ান আগাগোড়া ভাল ব্যাট করেছেন। তবে তাঁর ভাগ্য খারাপ। তাই ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার মানায় এশিয়া সেরা হয় শ্রীলঙ্কা। ৭৯২ পয়েন্ট পেয়ে দু’ নম্বরে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। ৭৮০ পয়েন্ট পেয়ে সূর্যকুমার যাদব উঠে এসেছেন তিন নম্বরে। ভারতীয় ব্যাটার তিন নম্বরে পৌঁছে যাওয়ায় চারে চলে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহে  ৭৭১ পয়েন্ট।  

Advertisement

[আরও পড়ুন: সেরা দলগুলির ধারেকাছে আসে না ভারত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরই ফেটে পড়লেন শাস্ত্রী]

সূর্যকুমার যাদব ছাড়া আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে অবশ্য নেই কোনও ভারতীয় ব্যাটার। অজিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লোকেশ রাহুল দ্রুতগতিতে ব্যাট করেছেন। বিশ্বকাপের মহড়া হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পরেই অপেক্ষা করে রয়েছে দক্ষিণ আফ্রিকা। লোকেশ রাহুল ব্যক্তিগত ভাবে স্ট্রাইক রেট বাড়ানোর দিকে নজর দিচ্ছেন এই সিরিজে। তিনি রয়েছেন প্রথম কুড়িতে। ভারতের ওপেনার লোকেশ রাহুল  ৫৮৭ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৮ নম্বরে উঠে এসেছেন। 

[আরও পড়ুন: সূর্যর দাপটে আইসিসি-র ক্রমতালিকায় পতন পাক অধিনায়কের, শীর্ষে রিজওয়ানই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ