Advertisement
Advertisement

Breaking News

India vs Australia

বিশাখাপত্তনমে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং, অজি পেসারদের সামনে আত্মসমর্পণ রোহিত-গিলদের

পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে ভাঙলেন মিচেল স্টার্ক। 

India vs Australia: India bundled up on 117 ,Australia pacers on fire | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 19, 2023 3:50 pm
  • Updated:March 19, 2023 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের (India vs Australia) প্রথম ম্যাচে বেশ ধাক্কা খেয়েছিল ভারতীয় ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রোহিতদের ব্যাটিং লাইন আপ। মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করলেন শুভমন গিলরা (Shubhman Gill)। কোনও মতে ১০০ রানের গণ্ডি পেরল ভারত। ১১৭ রানে শেষ হল বিরাট-রোহিতদের ইনিংস। পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে ভাঙলেন মিচেল স্টার্ক। 

সিরিজের প্রথম ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করতে নেমেই ধাক্কা খেলেন হিটম্যান। বৃষ্টিভেজা বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিং করতে নামে ভার‍ত। স্যাঁতসেতে পরিবেশে প্রথম ওভারেই আঘাত হানেন স্টার্ক। ম্যাচের তৃতীয় বলেই শুভমন গিলকে প্যাভিলিয়নে পাঠান অজি পেসার। সেখান থেকেই আর ম্যাচে ফিরে আসতে পারেনি ভারত। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে সরল মানুষ ধোনি’, মাহিকে নিয়ে মন্তব্য সতীর্থ রবিন উথাপ্পার]

গত ম্যাচের মতোই রবিবারেও প্রথম বলেই আউট হয়ে যান সূর্যকুমার যাদব। বিরাট কোহলি (Virat Kohli) ৩১ রানের ইনিংস খেললেও বড় ইনিংস গড়তে পারেননি। গত ম্যাচে ৭৫ রান করলেও এদিন মাত্র ৯ রান করেই আউট হয়ে যান কে এল রাহুল। শেষ দিকে পরপর দুই বলে ছক্কা মেরে দলের রানকে ১১৭ পর্যন্ত পৌঁছে দেন অক্ষর প্যাটেল। ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ২৬ ওভারে শেষ হয় ভারতের ইনিংস। 

Advertisement

অজি বোলারদের মধ্যে এদিন সেরা পারফরম্যান্স মিচেল স্টার্ক। ৫৩ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রথম পাঁচজনের মধ্যে চারজনই স্টার্কের শিকার। তিন উইকেট তুলে নেন অজি পেসার শন অ্যাবটও। 

[আরও পড়ুন: মামাতো ভাইয়ের শিক্ষকতার ‘অবৈধ’ চাকরি! জেনে ফেলতেই খুন দুর্গাপুরের গোটা পরিবার? উঠছে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ