Advertisement
Advertisement

Breaking News

Cricket

শততম টেস্টে দুরন্ত শতরান রুটের, বিরাটদের বিরুদ্ধে বড় রানের পথে ইংল্যান্ড

সারাদিনে ইংল্যান্ডের কেবল তিনটি উইকেটই পড়ল।

India vs England Chennai Test 1st day match report | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 5, 2021 5:13 pm
  • Updated:February 5, 2021 6:45 pm

ইংল্যান্ড: ৮৯.৩ ওভারে ২৬৩/৩ (রুট ১২৮*, বুমরাহ ২/৪০)
ভারত:
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ভারতের মাটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। চেন্নাইয়ে প্রথম টেস্টে বিরাটদের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। আর টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের উপর কার্যত ছড়ি ঘোরালেন দুই ইংরেজ ব্যাটসম্যান জো রুট এবং ডোম সিবলি। নবম খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টে শতরান করে অনন্য রেকর্ডও গড়লেন রুট। এর আগে এই রেকর্ড গড়ার নজির গড়েছিলেন রিকি পন্টিং, জাভেদ মিয়াঁদাদ, গ্রেম স্মিথ, হাসিম আমলাদের মতো তারকারা। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের রান ৮৯.৩ ওভারে ২৬৩/৩। রুট অপরাজিত রয়েছেন ১২৮ রানে। তবে সিবলি একদম শেষ বলে আউট হন। তাঁর সংগ্রহ ৮৭ রান।

Advertisement

অস্ট্রেলিয়া সিরিজ অতীত। বিরাট-ইশান্ত-শামি-সহ প্রথম দলের একাধিক তারকাকে ছাড়াই অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। তাই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট ছিলেন বিরাটরাই। কিন্তু টেস্টের প্রথম দিনে অবশ্য দুরন্তভাবে অশ্বিন-বুমরাহদের সামলালেন ইংরেজ ব্যাটসম্যানরা।

Advertisement

[আরও পড়ুন: সবুজ-মেরুন বর, লাল-হলুদ কনে! নদিয়ার এই বিয়ের আসর যেন ডার্বির মাঠ]

এদিন অবশ্য শুরুতেই চমক ছিল ভারতীয় দলের প্রথম একাদশে। চিপকে ম্যাচের আগেই হাঁটুর চোটে ছিটকে যান অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকা থেকে দলে নেওয়া হয় শাহবাজ নাদিম এবং রাহুল চাহারকে। এর মধ্যে থেকে প্রথম একাদশে সুযোগও পেয়ে যান ঝাড়খণ্ডের শাহবাজ। অন্যদিকে, কুলদীপ নন, প্রথম একাদশে সুযোগ পান ব্রিসবেন টেস্টে দুরন্ত অভিষেক করা ওয়াশিংটন সুন্দর। আর দুই পেসার হিসেবে খেলছেন ইশান্ত এবং বুমরাহ।

 

যদিও দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। রোরি বার্নস এবং সিবলি শুরুটাও ভাল করেন। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৬৩ রান। এই জুটি শেষপর্যন্ত ভাঙেন অশ্বিন। আউট করেন বার্নসকে (৩৩)। এরপর তিন নম্বরে নামা ড্যান লরেন্স শূন্য রানেই ফেরেন। তাঁকে ফেরান বুমরাহ। কিন্তু এরপর চতুর্থ উইকেটে সিবলি-রুট ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন। জুটিতে দু’জনে যোগ করে ২০০ রান। তবে শেষ ওভারে সিবলিকে ৮৭ রানে ফেরান বুমরাহ। শেষপর্যন্ত অপরাজিত থাকেন জো রুট। তাঁর সংগ্রহ অপরাজিত ১২৮ রান। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন একটি এবং বুমরাহ দু’টি উইকেট নেন।

[আরও পড়ুন: ভারতের ‘উদারতা’র প্রশংসা কেভিন পিটারসেনের, প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী মোদিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ