Advertisement
Advertisement

Breaking News

India vs South Africa: সেঞ্চুরিয়নে বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হল না দ্বিতীয় দিনের খেলা

এগিয়ে আনা হল লাঞ্চ।

India vs South Africa: Rain, Wet Outfield forces early lunch| Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 27, 2021 3:21 pm
  • Updated:December 27, 2021 4:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। মাঠে বল গড়ানোর আগেই সেদেশের হাওয়াঅফিস জানিয়েছিল প্রথম দু’ দিন বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির জন্যই নির্ধারিত সময়ে শুরুই হল না খেলা। বৃষ্টি এবং ভিজে আউটফিল্ডের জন্য দ্বিতীয় দিনের লাঞ্চ এগিয়ে আনা হল। সকাল থেকেই বৃষ্টি সেঞ্চুরিয়নে। মাঠে জল। বৃষ্টি থামছে আবার শুরু হচ্ছে। এই সুযোগে বিরাট কোহলিরা (Virat Kohli) লাঞ্চ সেরে তৈরি হচ্ছেন দ্বিতীয় দিনের লড়াইয়ের জন্য। 

প্রথম দিনের শেষে প্রোটিয়াদের বিরুদ্ধে সুবিধা জনক অবস্থায় ভারত। লোকেশ রাহুল (Lokesh Rahul) অপরাজিত রয়েছেন ১২২ রানে। তাঁর সঙ্গে রয়েছেন অজিঙ্কা রাহানে। ভারতের ইনিংস টেনে নিয়ে যাওয়াই দুই ব্যাটসম্যানের লক্ষ্য। এদিকে দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি (Lungi Ngidi) বলেছেন, ভারতকে সাড়ে তিনশোয় আটকে রাখতে চান তাঁরা। প্রথম দিনে ভারতের দাপট দেখার পরে অনেকেই বলেছেন, ব্যাকফুটে  দক্ষিণ আফ্রিকা। সেই প্রসঙ্গেই প্রোটিয়া পেসার জানিয়েছেন, খেলা বাকি রয়েছে অনেক। ভারতকে সাড়ে তিনশোর মধ্যে আটকে রাখতে পারলে দু’ দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রথম দিনের শেষে ভারতের রান তিন উইকেটে ২৭২। এনগিডি বলেছেন, ”এটা টেস্ট ক্রিকেট। একটা সেশনে কেউ জিততে পারে। আবার হারতেও পারে। এই উইকেটে এখনও প্রাণ রয়েছে। খুব দ্রুতই পরিস্থিতি বদলে যেতে পারে।” 

Advertisement

[আরও পড়ুন: আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি, ৭ বছর পরে সে প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী]

এনগিডি আরও বলেন, ”দুটো বলে যদি দুটো উইকেট তুলে নেওয়া যায়, তাহলে অনেক কিছুই ঘটতে পারে।” দ্বিতীয় দিনের বৃষ্টির সুবিধা কি নিতে পারবেন দক্ষিণ আফ্রিকার বোলাররা? সেটাই এখন দেখার। 

Advertisement

প্রথম দিন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল জুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ১০০ রানের গণ্ডি অতিক্রম করেন। ২০০৭ সালে ওয়াসিম জাফর এবং দীনেশ কার্তিক ১৫৩ রানের পার্টনারশিপের রেকর্ড গড়েছিলেন। এরপর ২০১০ সালে ওপেনিং জুটি হিসেবে ১৩৭ রান করেন গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেহবাগ।  লোকেশ রাহুলের ব্যাটের দিকে এখন তাকিয়ে ভারতের সমর্থকরা। 

[আরও পড়ুন: India vs South Africa: মায়াঙ্কের আউট নিয়ে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ