Advertisement
Advertisement
Indian Women Cricket Team

একদিনে ৪১০ রান, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রেকর্ড স্মৃতিদের

ভারতের ইনিংসে প্রায় সবাই রান পান।

Indian women team created record in the first day of a first test against England। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 14, 2023 6:55 pm
  • Updated:December 14, 2023 6:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক পরে টেস্ট ক্রিকেটে ফিরল ভারতের মহিলা ক্রিকেট দল (India Women Team)। ফিরেই রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের মহিলা দল করল সাত উইকেটে ৪১০ রান। মহিলাদের টেস্টে ঘরের মাঠে এটিই ভারতের সর্বোচ্চ স্কোর। 
মহিলাদের টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের মালিক ইংল্যান্ড। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে ইংল্যান্ড করেছিল ৪ উইকেটে ৪৩১। তার পরেই রয়েছে আজকের এই ভারত। ৮৮ বছরের ইতিহাসে এই প্রথম একদিনে চারশোর বেশি রান করল কোনও দল। রেকর্ড গড়ে ফেললেন ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনে ভারতের মেয়েরা করলেন ৪১০ রান।
তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড একদিনে করেছিল পাঁচ উইকেটে ৩৬২ রান। তার আগে ১৯৬০ সালে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড একদিনে করেছিল ৬ উইকেটে ৩৫১ রান। আবার ১৯৮৬ সালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড একদিনে করেছিল ৭ উইকেটে ৩৩২ রান।  ভারতীয় ইনিংসে এদিন রান পেয়েছেন প্রায় সবাই। দিনের শেষে ক্রিজে রয়েছেন দীপ্তি শর্মা (৬০) ও পুজা বস্ত্রকার (৪)। 

ঘরের মাঠে ৯ বছর পরে টেস্ট খেলতে নেমেছে ভারতের মহিলা দল। শেষ বার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছিল ২০২১ সালে। সেই বছর কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের মহিলা দল। একটি টেস্ট ম্যাচ হয়েছিল ব্রিস্টলে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই একই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। দুটি টেস্ট ম্যাচই ড্র হয়। সেভাবে বললে, দুবছর পরে ফের টেস্টে ক্রিকেটে ফিরল ভারত।  

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি এলেন বলেই…’, ফাইনালের পরে ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে মুখ খুললেন শামি]

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের মহিলা দল। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা বড় রানের প্ল্যাটফর্মে বসাতে পারেননি ভারতীয় দলকে। স্মৃতি মান্ধানা ব্যক্তিগত ১৭ রান করে আউট হন। ভারতের রান তখন ২৫। তার কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি (১৯)। ভারতের রান তখন ২ উইকেটে ৪৭।
এদিন অভিষেক ঘটে জেমাইমা রডরিগেজ, রেণুকা ঠাকুর এবং শুভা সতীশের। অভিষেক ম্যাচে বড় রান পেলেন সতীশ শুভা (৬৯)। দলের রান যখন ১৬২, তখন প্যাভিলিয়নে ফেরেন সতীশ। অভিষেকেই অর্ধশতরান পান জেমাইমা। শেষমেশ ব্যক্তিগত ৬৮ রানে ফেরেন তিনি। ভাগ্য খারাপ বলতে হবে হরমনপ্রীতের। অধিনায়ক রান আউট হন ৪৯ রানে। ইয়াস্তিকা ভাটিয়াও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৬৬ করেন তিনি। স্নেহ রানা ৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লরেন বেল ২টি উইকেট নেন। 

Advertisement

[আরও পড়ুন: ধোনি ম্যানিয়ায় মজে পশ্চিমবঙ্গ পুলিশ! কিন্তু কীভাবে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ