Advertisement
Advertisement
IPL 2024

কেকেআরের বিরুদ্ধে মারাত্মক ভুল! পন্থদের বড়সড় জরিমানা করল বিসিসিআই

সময়টা ভালো যাচ্ছে না ঋষভ পন্থ এবং দিল্লি ক্যাপিটালসের।

IPL 2024: BCCI punishes Rishabh Pant, entire DC team with heavy fine
Published by: Subhajit Mandal
  • Posted:April 4, 2024 10:25 am
  • Updated:April 4, 2024 10:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ঋষভ পন্থ (Rishabh Pant) এবং দিল্লি ক্যাপিটালসের। একে তো কেকেআরের বিরুদ্ধে একপেশে ম্যাচে হার। তার উপরে আবার চাপল জরিমানার বোঝা। বুধবারের ম্যাচের পর দিল্লির গোটা দলকে মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই। অপরাধ, স্লো ওভার রেট।

নাইটদের (KKR) বিরুদ্ধে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে নিজেদের ২০ ওভার শেষ করেছে দিল্লি। চলতি মরশুমে এই নিয়ে পরপর দুবার একই ভুল করল তারা। যার জেরে শাস্তিও হল দ্বিগুণ। নাইটদের বিরুদ্ধে দিল্লির স্লো ওভার রেটের জন্য অবশ্য সুনীল নারিন, আন্দ্রে রাসেলরাও দায়ী। এত বার তাঁরা বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন যে, বল ফিরিয়ে এনে নির্ধারিত সময়ে ওভার শেষ করা বড় কঠিন। তাছাড়া দিল্লির সিংহভাগ বোলারই পেসার। সেটাও একটা কারণ স্লো ওভার রেটের।

Advertisement

[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]

কারণ যাই হোক, পর পর দু ম্যাচে স্লো ওভাররেট রাখার ফল ভুগতে হল পন্থদের। দিল্লির (Delhi Capitals) অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল। দলের অন্য সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে বলা হয়েছে। দিল্লির ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক পোড়েলকেও ওই জরিমানা দিতে হবে। এর আগে চেন্নাই ম্যাচেও স্লো ওভাররেট ছিল দিল্লির। সেদিন পন্থদের এর অর্ধেক জরিমানা হয়। পর পর অপরাধ করায় শাস্তির পরিমাণও বাড়ল।

Advertisement

[আরও পড়ুন: ‘অপরাধের রেকর্ড থাকলে ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করুন’, রাজ্যে এসেই ‘দাবাং’ কমিশনের পর্যবেক্ষক]

উল্লেখ্য, আইপিএলের (IPL 2024) শুরুটা মনের মতো হয়নি পন্থদের। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে দিল্লি। সার্বিকভাবে দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেই নেমে এল জরিমানার খাঁড়াও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ