Advertisement
Advertisement
IPL 2024

ঝামেলা তুঙ্গে! আইপিএলের আগে হার্দিককে ইনস্টাগ্রামে আনফলো করলেন রোহিত?

রোহিত বনাম হার্দিক, অধিনায়কত্ব নিয়ে বিতর্ক বেড়েই চলেছে।

IPL 2024: Did Rohit Sharma and Hardik Pandya unfollow each other on Instagram before IPL 2024? find out। Sangbad Pratidin

রোহিত ও হার্দিক, দুই সতীর্থের দ্বন্দ্ব তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 8, 2024 4:04 pm
  • Updated:March 13, 2024 1:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)! টিম ইন্ডিয়ার (Team India) দুই হেভিওয়েট ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে এমনই নতুন তথ্য সামনে এসেছে। এবারের আইপিএল (IPL 2024) শুরু হওয়ার কয়েক মাস আগে রোহিতকে ছেঁটে হার্দিকের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই ঘোষণার পর থেকেই মুম্বই শিবিরের অন্দরমহল একের পর এক অশান্তির খবর বাইরে আসছে। আর এবার দুই তারকার একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেওয়ার ব্যাপারটা সামনে এল।

রোহিত ও হার্দিকের মধ্যে ঝামেলার মাঝেই এই জ্বলন্ত ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছিলেন ঋতিকা সচদেও (Ritika Sajdeh)। রোহিতের স্ত্রী-র ছোট্ট প্রতিক্রিয়া ছিল, ‘কত কিছু ভুল রয়েছে এখানে..।’ এবার দুই ক্রিকেটারের ঝামেলার নতুন খবর পাওয়া গেল। ফলে এই নতুন বিতর্ক যে নতুন মাত্রা যোগ করল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে ঈশানের খোঁজ পাওয়া গেল! কোথায় রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার?]

Ritika Sajdeh
রোহিতের স্ত্রী ঋতিকার এই পোস্ট বিতর্ক বাড়িয়েছিল।

ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে রোহিত ও হার্দিক, একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না। কিন্তু বিষয়টা কতটা সত্যি? সেটা জানার জন্য সংবাদ প্রতিদিন.ইন-এর তরফ থেকে দুজনের ইনস্টাগ্রামের ‘ফলোয়ার লিস্ট’ দেখা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে কেউ কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। কিন্তু প্রশ্ন হল দুই ক্রিকেটার কি মাত্র কয়েক মাস ধরে একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন? নাকি কেউ কাউকে কোনওদিনই ইনস্টাগ্রামে ফলো করতেন না? এই প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায়নি।

Advertisement

রোহিতের জায়গায় কেন হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। কয়েক দিন আগে এই ইস্যু নিয়ে সাফাই দিয়েছিলেন দলের হেড কোচ মার্ক বাউচার (Mark Boucher)। বলেছিলেন, “রোহিতকে সরিয়ে হার্দিকের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বার করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।” তিনি আরও যোগ করেছিলেন, “আইপিএলে খেলার বাইরেও অনেক জিনিস থাকে। যেমন ধরুন বিজ্ঞাপনে অংশ নেওয়া ছাড়া আরও অনেক কিছু করতে হয়। রোহিতের মতো ব্যাটারকে এগুলো থেকে মুক্ত করতে চেয়েছিলাম। যাতে ও ঠান্ডা মাথায় ব্যাট করতে পারে। আসলে এখানে আবেগকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের তো ভবিষ্যতের দিকেও নজর রাখতে হবে। তাই হার্দিককে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল।”

তবে তাঁর সেই যুক্তি মানতে পারেননি ঋতিকা। এবার রোহিত ও হার্দিকের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার ইস্যু, আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিতর্কিত ইস্যুর তীব্রতা আরও বাড়াল। 

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্ট খেলতে পারবেন জাদেজা? দিলেন বড় আপডেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ