Advertisement
Advertisement
IPL 2025

বিধ্বংসী টপ অর্ডার, শামি-কামিন্সের গতিতে সূর্যোদয়ের খোঁজে হায়দরাবাদ, একনজরে শক্তি-দুর্বলতা

গতবারের রানার্স হায়দরাবাদ এবার কত দূর যাবে?

IPL 2025: Strength and weakness of Sunrisers Hyderabad
Published by: Arpan Das
  • Posted:March 12, 2025 9:16 pm
  • Updated:March 22, 2025 10:50 am  

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ সানরাইজার্স হায়দরাবাদ

গতবারের রানার্স হায়দরাবাদ। ফাইনালে হারতে হয়েছিল নাইট রাইডার্সের কাছে। যদিও মারকুটে ব্যাটিং করে এক মরশুমে তিনবার আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছিলেন প্যাট কামিন্সরা। ২০১৬ সালের পর থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই অরেঞ্জ আর্মির কাছে। 

Advertisement

স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, ট্র্যাভিস হেড, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, অথর্ব তাইডে, অভিনব মনোহর, সিমারজিৎ সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকাট, উইয়ান মুল্ডার, কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মা, এশান মালিঙ্গা, শচীন বেবি।

শক্তি: সানরাইজার্স হায়দরাবাদের বিদেশিরা ম্যাচ উইনার। প্যাট কামিন্সের মতো বিশ্বজয়ী অধিনায়ক রয়েছেন দলে। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ এবং হেনরিখ ক্লাসেনের শক্তিশালী ব্যাটিং লাইনআপ যে কোনও সময়ে ম্যাচ গতিপ্রকৃতি বদলে দিতে পারেন। গতবারের মূল ক্রিকেটারদেরই ধরে রেখেছে তারা। নজরে থাকবেন নতুন তারকা নীতীশ কুমার রেড্ডি। পেস বোলিংয়ে কামিন্সের সঙ্গে আগুন ঝরাতে তৈরি মহম্মদ শামি। 

দুর্বলতা: স্পিন বিভাগের দুর্বলতা ভোগাতে পারে হায়দরাবাদকে। অ্যাডাম জাম্পা, রাহুল চাহার দিয়ে স্পিন বোলিং সামলাতে হবে। ভারতীয় ক্রিকেটারদের গভীরতাও খুব বেশি নয়। ডেথ বোলিংয়ে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বোলারের অভাব রয়েছে। মার্করামের অভাব কীভাবে মিটবে সেটাও দেখার। তাছাড়া বিদেশি ক্রিকেটারদের উপর নির্ভরতা বেশি।

সম্ভাব্য একাদশ:
ট্রাভিস হেড
অভিষেক শর্মা
ঈশান কিষান
নীতীশ রেড্ডি
অভিনব মনোহর
হেনরিখ ক্লাসেন
উইয়ান মুল্ডার
প্যাট কামিন্স (অধিনায়ক)
হর্ষল প্যাটেল
মহম্মদ শামি
রাহুল চাহার

ইমপ্যাক্ট প্লেয়ার: শচীন বেবি/ অনিকেত বর্মা

এক্স ফ্যাক্টর: ট্র্যাভিস হেড। বিস্ফোরক ব্যাটিং লাইন আপের জন্য বিখ্যাত সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলে অসংখ্য রেকর্ড গড়েছেন হেডরা। পাওয়ার প্লে-তেই বিপক্ষকে নাস্তানাবুদ করে দেন বিস্ফোরক ওপেনার। এবারও সেটাই শক্তি হতে পারে তাদের।

সম্ভাবনা: সূর্যোদয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ। স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন ভালো ক্রিকেটার। নিজেদের মেলে ধরতে পারলে প্লে অফে পৌঁছতেই পারে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সের নেতৃত্বের উপরে নির্ভর করছে অনেক কিছু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement