BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘নাইটদের স্পিন বিভাগ শক্তিশালী’, বলছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান

Published by: Krishanu Mazumder |    Posted: April 27, 2023 6:00 pm|    Updated: April 27, 2023 6:01 pm

KKR’s strength lies in their spin bowling, said Zaheer Khan । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্য স্পিনার সুনীল নারিন (Sunil Narine) তাঁর ফর্মের ধারেকাছেও নেই। কিন্তু বরুণ চক্রবর্তী ও সুয়শ শর্মার ঘূর্ণিতে বেসামাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট কোহলিদের বিরুদ্ধে চিন্নাস্বামীতে নামার আগে টানা চার ম্যাচে হার মেনেছিল কেকেআর। কিন্তু আরসিবি-র ঘরের মাঠে গিয়ে ম্যাচ জিতে নাইটরা প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে গেল।

নাইট রাইডার্সের (KKR) খেলা দেখে জাহির খানের (Zaheer Khan) মতো জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, কলকাতা নাইট রাইডার্সের স্পিন বিভাগ শক্তিশালী। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার বলছেন, ”নির্দিষ্ট করে প্রথমে কিছু পরিকল্পনা করতে হয়, পরে পিচের চরিত্র বুঝে প্ল্যানিং করতে হয়। আরসিবির বিরুদ্ধে কেকেআর স্থির করেছিল, স্পিনারদের বেশি করে ব্যবহার করবে। স্পিনাররা মাঠে নেমে নিজেদের প্রয়োগ করে। শুধুমাত্র অধিনায়ককে বাহবা দিলে হবে না, বোলারদের দক্ষতারও প্রশংসা করতে হবে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে বোঝা গেল, স্পিন বিভাগই কেকেআরের শক্তির আসল জায়গা। উপযুক্ত পরিস্থিতিতে কেকেআরের স্পিনাররা ম্যাচের উপরে প্রভাব বিস্তার করে।” 

[আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটের মৃত্যুঘণ্টা! ক্রিকেটারদের সঙ্গে সারা বছরের চুক্তি চাইছে IPL ফ্র্যাঞ্চাইজিগুলি]

 

বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন বরুণ। ফ্যাফ ডু প্লেসি ও শাহবাজ আহমেদের উইকেট তুলে নেন সুয়শ শর্মা।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ইন মর্গ্যান নাইট তারকা জেসন রয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ২৯ বলে ৫৬ রান করেন জেসন রয়। 

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডাক পাওয়ার পরে রাহানের প্রতিক্রিয়া, ‘জীবন সবসময় মসৃণ নয়’]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে