Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

রান আউটের সুযোগ নষ্ট থেকে ভূরি ভূরি মিস, রাহুলের কিপিং নিয়ে ক্ষুব্ধ নেটদুনিয়া

রাহুলের পাশাপাশি গোটা দলের ফিল্ডিংয়ের মানও পড়তির দিকে।

KL Rahul fluffed an easy run-out chance to give Australia batter Marnus Labuschagne a lifeline । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 22, 2023 4:42 pm
  • Updated:September 22, 2023 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল (KL Rahul)। উইকেট কিপিংও করছেন তিনি। সেই লোকেশ রাহুল অজি ব্যাটার লাবুশেনকে রান আউট করতে পারেননি। আর তার ফলেই ভক্তদের কটাক্ষের সম্মুখীন হন তিনি।

২৩-তম ওভারে লাবুশেনকে ফুলটস দেন রবীন্দ্র জাদেজা। শর্ট কভারে বল ঠেলে রানের জন্য দৌড় শুরু করেন লাবুশেন। কিন্তু প্রায় হাফ পিচ পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে তাঁর সতীর্থ ফেরত পাঠান লাবুশেনকে। সূর্যকুমার যাদব উইকেট কিপারের দিকে বল ছোড়েন। বল নিচে নেমে গিয়েছিল। উইকেট কিপার রাহুলের বাঁ দিকে ছিল বলটা। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বজয়ী হওয়ার পরেও আমাকে স্বীকৃতি দেয়নি ক্লাব’, সাঁ জাঁ-র বিরুদ্ধে অভিমানী মেসি]

 

ভারত অধিনায়ক রাহুল ঠিক মতো ধরতে পারেননি বল। ফলে রান আউটের সুযোগ নষ্ট করেন রাহুল। লাবুশেনকে রান আউট করতে না পারায় ভক্তরা আক্রমণ করেন রাহুলকে। সেই সময়ে অজি তারকা ১১ রানে ব্যাট করছিলেন। কটাক্ষ করে এক ভক্ত রাহুলেক লেখেন, ”উইকেট কিপার হিসেবে আজ অত্যন্ত জঘন্য।” আরেক ভক্ত লিখেছেন, ”রাহুল একাধিক সুযোগ নষ্ট করেছেন। আর এটা অত্যন্ত পীড়াদায়ক। শুধু শুধু নিজেকে চাপে ফেলে দিচ্ছে লোকেশ রাহুল। একটা থ্রোও ঠিকমতো ধরতে পারেনি ও। ওর দুর্বল কিপিং ছাড়াও দলের ফিল্ডিং অত্যন্ত নিম্নমানের হয়েছে। এটা মোটেও বিশ্বকাপের পারফরম্যান্স নয়।”

Advertisement

 

লাবুশেন (৩৯) অবশ্য স্টাম্পড হন। সেখানেও ভুল করে বসেন রাহুল। বরাত জোড়ে আউট হন লাবুশেন। অশ্বিনের বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি। রাহুলের প্যাডে লেগে বল স্টাম্প থেকে বেল ফেলে দেয়। ক্রিজের ভিতরে তখন ছিলেন না লাবুশেন।

[আরও পড়ুন: তিন ছেলের পরে এবার মেয়ে! আরও এক সন্তান চান মেসি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ