Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

মেন্টর নয়, অবসর নিলে সিএসকে কোচই করতে হবে ধোনিকে, দাবি চেন্নাই জনতার

আইপিএল প্লে অফ সংক্রান্ত তেমন কোনও চর্চা নেই চেন্নাইয়ে।

Locals of Chennai wants MS Dhoni to be coach of CSK

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 24, 2024 11:31 am
  • Updated:May 24, 2024 11:31 am

শুভায়ন চক্রবর্তী, চেন্নাই: চিপক স্টেডিয়ামের আশপাশটা ঘুরলে মনেই হবে না যে শুক্রবার এখানে আইপিএলের কোয়ালিফায়ারের মতো একটা মহাযুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে রাজস্থান রয়‌্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ–দুই মহাশক্তিধর টিম নামতে চলেছে। অথচ দিন কয়েক আগেও আইপিএলের ম‌্যাচ থাকা মানে এই জায়গাটা গমগম করত। আসলে প্লে অফে চেন্নাই সুপার কিংসের উঠতে না পারার ফলে চেন্নাইবাসী যাবতীয় আগ্রহ হারিয়ে ফেলেছে। শহরটা ঘুরে ফিরে কোথাও মনে হবেই না যে আইপিএল নিয়ে আর এখানে যাবতীয় উত্তাপটুকু রয়েছে। ভাবটা এরকম– ‘আইপিএল হচ্ছে ঠিক আছে। কিন্তু তাতে আমাদের কী?’

আসলে এখানে সবার মধ্যে একটা বিশ্বাস জন্মেছিল যে, ঘরের মাঠে চেন্নাই ফাইনাল খেলবে। আর চ‌্যাম্পিয়নও হবে। কিন্তু সেটা আর হল কোথায়! তাই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিমের বিদায় পর এখানে আইপিএল (IPL 2024) প্লে অফ সংক্রান্ত তেমন কোনও চর্চা নেই। বরং ঢের বেশি আলোচনা চলছে, ধোনির ভবিষ‌্যৎ নিয়ে। এমএস কি পরের আইপিএলে খেলবেন? না অবসর নিয়ে নেবেন? ধোনি অবশ‌্য এখনও নিজে কিছু জানাননি।

Advertisement

[আরও পড়ুন: ‘১০০০ গুণ চাপ আর রাজনীতি’, ল্যাঙ্গারকে ভারতীয় দলের কোচ না হওয়ার পরামর্শ রাহুলের

তবে চেন্নাইবাসী মনে করেন, ধোনি হয়তো আরও একটা বছর খেলবেন। তবে যদি কোনওভাবে অবসরের সিদ্ধান্ত নিয়েও নেন, তাহলে যেন তাঁকে হেড কোচ করা হয়। এমন একটা দাবি এখন থেকেই উঠতে শুরু করে দিয়েছে। চিপকের ঠিক উল্টোদিকই যেমন ধোনি স্পোর্টস। সেখানে কর্মরত হোসেন বলছিলেন, “আরসিবির কাছে হারটা প্রচণ্ড হতাশার। আমরা সবাই চেয়েছিলাম ঘরের মাঠে চেন্নাই প্লে অফে খেলুক। কিন্তু সেটা আর হল না। তাই খারাপ লাগছে।”

Advertisement

আর ধোনি? হোসেন বলছেন, “মনে রাখবেন, ধোনি কিন্তু এখনও অবসর নেননি। তাই আরও একটা বছর অন্তত খেলতেই পারেন। আর যদি সত‌্যিই অবসর নিয়ে নেন, তাহলে হেড কোচ করে যেন নিয়ে আসা হয়। কোনও মেন্টর হিসাবে আমরা ওঁকে দেখতে চাই না। মেন্টর মানে তো কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে থাকতে হবে। সেটা কোনওভাবে এখানকার মানুষ মেনে হবে না।” হোসেনের পাল্টা প্রশ্ন, “কেন ধোনি কারও অধীনে থাকতে যাবে বলুন তো? যদি ওকে সিএসকে-র মেন্টর করা হয়, তাহলে দেখবেন গোটা চেন্নাই (CSK) জুড়ে কীরকম প্রতিবাদ শুরু হয়ে যায়। ধোনি নিয়ে আমাদের আবেগটা একেবারে অন‌্যরকম।’’

[আরও পড়ুন: দুজনকে পিষে দিয়েও শিক্ষা হয়নি, কানপুরের রাস্তায় ফের বেপরোয়া নাবালক চালক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ