Advertisement
Advertisement
Manoj Tiwari

বঙ্গ ক্রিকেটে সোনালি যুগের অবসান, অবসর নিলেন মনোজ তিওয়ারি

যা পেয়েছি সব ক্রিকেট থেকেই, বিদায়বেলায় বার্তা বাংলার মন্ত্রীর।

Manoj Tiwari retires form all forms of cricket | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 3, 2023 1:10 pm
  • Updated:August 3, 2023 1:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ ক্রিকেটে সোনালি যুগের অবসান। অবসর ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মনোজ।

ফেসবুক পোস্টে মনোজের বার্তা,”ক্রিকেটকে বিদায়। এই খেলাটা আমাকে সবকিছু দিয়েছে। আজ জীবনে যা কিছু পেয়েছি, সবটাই ক্রিকেটের জন্য।” বিদায়বেলায় নিজের কোচ মানবেন্দ্র ঘোষকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন বঙ্গ ক্রিকেটের কিংবদন্তি। নিজের বাবা-মা, স্ত্রী-সহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আলাদা করে উল্লেখ করেছেন সমর্থকদের কথাও।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MANOJ TIWARY (@mannirocks14)

Advertisement

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বিশ্রামের জের, আইসিসি র‌্যাঙ্কিংয়ে পতন রোহিত-বিরাটের]

গত দু’দশকে বঙ্গ ক্রিকেটের (Bengal Cricket) সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে মনোজ তিওয়ারির নাম। সেই ২০০৪-০৫ মরশুম থেকে এ পর্যন্ত বাংলা দলের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিলেন তিনি। এর মধ্যে দীর্ঘদিন বাংলা দলের অধিনায়কও ছিলেন। একাধিকবার বাংলাকে রনজি ট্রফির ফাইনালে তুলেছেন। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। রয়েছে ২৯টি শতরান, ৪৫টি অর্ধশতরান। তবে শুধু পরিসংখ্যানে আটকে থাকলে সম্ভবত বাংলা ক্রিকেটে মনোজ তিওয়ারির অবদানকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া যাবে না।  ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স-সহ একাধিক দলে খেলেছেন তিনি।

[আরও পড়ুন: ‘আমরা গ্রুপ অফ ডেথে রয়েছি’, ডুরান্ড অভিযানের আগে বলছেন মোহনবাগান কোচ বাস্তব]

আশ্চর্যজনকভাবে ঘরোয়া ক্রিকেটের এ হেন সফল তারকার কেরিয়ারে জাতীয় দল থেকে জুটেছে একরাশ বঞ্চনা আর দুর্ভাগ্য। দেশের হয়ে ১২টি এক দিনের ম্যাচ খেলেছেন মনোজ। ২৮৭ রান করেছেন। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলে ১৫ রান করেছেন। আসলে কোনওদিনই জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি বাংলার বর্তমান মন্ত্রী। এমনকী, সেঞ্চুরি করার পরের সিরিজেও বাদ পড়তে হয়েছে তাঁকে। কখনও হয়তো বাধা হয়েছে চোট। অনেকেই মনে করেন, জাতীয় দলে যে পরিমাণ সুযোগ রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুলরা পেয়েছেন, তার সিকিভাগ পেলেও হয়তো সফল হতেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ