Advertisement
Advertisement
Rohit Sharma

‘ধোনি আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে’, উইকেট কিপিং নিয়ে মুখ খুললেন রোহিত

ধোনির ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত।

MS Dhoni is joining us, Rohit Sharma opens up on wicket keeper spot for T-20 World Cup

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 18, 2024 11:50 am
  • Updated:April 18, 2024 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ দলে ঋষভ পন্থের জায়গা পাকা। কিন্তু ব্যাক আপ উইকেট কিপার কে? 
নির্বাচকদের কাজটা প্রবল কঠিন। দ্বিতীয় উইকেট কিপারের জন্য লড়াইয়ে রয়েছেন একাধিক ক্রিকেটার। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, লোকেশ রাহুলের মধ্যে শেষ ল্যাপে জিতবে কে?
দৌড় থেকে ছিটকে যাননি দীনেশ কার্তিকও। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেন তিনি। ভারতীয় দলের রিমোট কন্ট্রোল যাঁর হাতে থাকবে, সেই রোহিত শর্মাও (Rohit Sharma) কার্তিকের মারমুখী ইনিংসের প্রশংসা করেছেন। 

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ ভারতীয় তারকার জায়গা পাকা! বোর্ড কর্তার দাবি ঘিরে জোর চর্চা]

অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে চার বলে ২০ রান করে ধোনিও চমকে দেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেন রোহিত শর্মাকে–কার্তিক আর ধোনিকেও (MS Dhoni) তো বিশ্বকাপ দলে নিতে পারো?
অজি উইকেট কিপারের প্রশ্নের জবাবে হিটম্যান বলেন, ”ধোনির থেকে কার্তিককে বোঝানো অনেক সহজ।” রোহিত জানান, বিশ্বকাপের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন ধোনিও। মার্কিন মুলুকে গলফ খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
কেরিয়ারের এই শেষ বেলায় কার্তিকও কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি থাকবেন? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই প্রসঙ্গে হিটম্যান বলেন, ”ওর ইনিংস আমাকে মুগ্ধ করেছে। দুদিন আগে দারুণ ইনিংস খেলেছে দীনেশ। ধোনি চার বলে ২০ রান করে নজর কেড়েছে। ওই ২০ রানই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।” 

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত অ্যাংরি র‌্যান্টম্যান, বাঙালি ইউটিউবারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াপ্রেমীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ