Advertisement
Advertisement
Angry Rantman

প্রয়াত অ্যাংরি র‌্যান্টম্যান, বাঙালি ইউটিউবারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াপ্রেমীরা

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স।

Famous YouTuber Angry Rantman passed away

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 17, 2024 9:10 pm
  • Updated:April 17, 2024 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাংরি র‍্যান্টম্যান (Angry Rantman)। এই ছদ্মনামেই ইউটিউব মাতিয়েছিলেন বাঙালি যুবক অভ্রদীপ সাহা। খেলার ধারাভাষ্য ও বিশ্লেষণ যেভাবে পরিবেশন করতেন, তাতে মুগ্ধ হয়েছিল তরুণ প্রজন্ম। কিন্তু মাত্র ২৭ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবনদীপ। দেশের একাধিক আইএসএল ক্লাব তাঁকে শ্রদ্ধা জানিয়েছে।

২০১৭ থেকে নেটদুনিয়ায় ভাইরাল হন অ্যাংরি র‍্যান্টম্যান। কট্টর চেলসিপ্রেমী (Chelsea) অভ্রদীপ নিজের প্রিয় ক্লাবকেও সমালোচনা করতে ছাড়েননি। সেই সমালোচনার ভিডিও প্রকাশ করেই ক্রীড়াপ্রেমীদের নজরে আসেন। তার পর থেকে কেবল ফুটবল নয়, ক্রিকেট-সিনেমা নানা বিষয়েই বিশ্লেষণমূলক ভিডিও বানাতেন অভ্রদীপ। আড়ম্বরহীনভাবে, খুব সাধারণ ছন্দে তৈরি করা এই ভিডিওগুলোই দাগ কাটে আমজনতার মনে।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমি সবসময়ে আমার সঙ্গে রয়েছ’, ভরা আইপিএলের মধ্যে কাকে একথা বললেন ধাওয়ান?]

তবে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবাসী বাঙালি ইউটিউবার। রবিবার তাঁর বাবা জানিয়েছিলেন, লাইফ সাপোর্টে রয়েছেন রয়েছেন অভ্রদীপ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করতে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সব প্রার্থনা বিফলে গেল। জানা গিয়েছে, বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে ভর্তি ছিলেন অভ্রদীপ। সেখানে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। কিন্তু সেই সার্জারির পরেই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে থাকে। অবশেষে বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের তরফে সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। 

Advertisement

অ্যাংরি র‍্যান্টম্যানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া ইউটিউবার মহলে। বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সের মতো একাধিক আইএসএল ক্লাবগুলো তাঁর আত্মার শান্তি কামনা করে বার্তা দিয়েছে। অভ্রদীপের প্রাণশক্তি আর খেলাধুলার প্রতি ভালোবাসাই তাঁকে অমর করে রাখবে, বার্তা ক্লাবগুলোর।

[আরও পড়ুন: ফিফার নজরে ভারতীয় ফুটবল, লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে অভিনন্দন ইনফান্তিনোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ