Advertisement
Advertisement

Breaking News

Mumbai Indians

রোহিত আবেগের ওয়াংখেড়েতে সূর্যের ঝড়, প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্স

এদিনের ওয়াংখেড়ে স্টেডিয়াম মেতেছিল তাদের 'ঘরের ছেলে' রোহিত শর্মাকে নিয়ে।

Mumbai Indians beats Delhi Capitals, reaches playoff
Published by: Anwesha Adhikary
  • Posted:May 21, 2025 11:17 pm
  • Updated:May 22, 2025 12:17 am  

মুম্বই ইন্ডিয়ান্স: ১৮০/৫ (সূর্যকুমার ৭৩*)
দিল্লি ক্যাপিটালস: ১২১ (সমীর ৩৯, স্যান্টনার ৩/১১, বুমরাহ ৩/১২)
৫৯ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সফলতম দলের শিরোপা তাদের মাথায়। কিন্তু গত চার বছরে সেই মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জিততেই পারেনি। উলটে গতবছর দলের অন্দরের ঝামেলাতেই জর্জরিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে এবার স্বমহিমায় ফিরেছে মুম্বই। বুধবার দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে এবারের চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল তারা।

আইপিএলের ম্যাচ নয়, এদিনের ওয়াংখেড়ে স্টেডিয়াম মেতেছিল তাদের ‘ঘরের ছেলে’ রোহিত শর্মাকে নিয়ে। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এদিন প্রথমবার খেলতে নেমেছিলেন হিটম্যান। আর তাঁকে ঘিরেই আবেগে ভাসল ওয়াংখেড়ে। বিশেষ জার্সি, মুখোশ পরে মাঠে হাজির হলেন দর্শকরা। জার্সির পিছনে রোহিত ৪৫ লেখা। সামনে লেখা ‘মুম্বই চা রাজা’ অর্থাৎ মুম্বইয়ের রাজা। রোহিতকে ভালোবেসে ‘মুম্বই চা রাজা’ বলে ডাকেন তাঁর ভক্তরা। তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি হিটম্যান। ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি।

মুম্বইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সূর্যকুমার যাদব। সাত ওভারের মধ্যে ৫৮ রানে তিন উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে যায় মুম্বই। সেখান থেকে ইনিংস গড়েন সূর্য। ৪৩ বলে ৭৩ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। সঙ্গত করেন তিলক বর্মা (২৭) এবং নমন ধীর (২৪)। নির্ধারিত ২০ ওভার শেষে সূর্যের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮০তে পৌঁছে যায় মুম্বই। এদিন অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। মন্থর পিচে তাঁর মতো বোলারের অভাব যথেষ্ট ভোগাল দিল্লিকে।

১৮০ রানের টার্গেট বেশ কঠিন ছিল মুম্বইয়ের পিচে। সেই চ্যালেঞ্জ সামলাতে পারলেন না কে এল রাহুলরা। দিল্লির টপ অর্ডার একেবারে ব্যর্থ। রাহুল (১১), ফ্যাফ দু’প্লেসিস (৬), অভিষেক পোড়েল (৬) কেউই রান পাননি। সমীর রিজভি সর্বোচ্চ ৩৯ রান করলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১২১ রানে থামল দিল্লির ইনিংস। মরশুমের শুরুতে প্লে অফে ওঠার অন্যতম দাবিদার হলেও এবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল তাদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement