Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ইংল্যান্ডকে টাইমড আউট করার পরিকল্পনা পাকিস্তানের! স্ট্র্যাটেজি বাতলে দিলেন আক্রম

বাবর আজমরা কি শুনলেন আক্রমের পরামর্শ?

ODI World Cup 2023: Former Pakistan captain Wasim Akram gives a hilarious suggestions to Babar Azam on semifinal chances । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 10, 2023 1:01 pm
  • Updated:November 10, 2023 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শেষই হয়ে গিয়েছে, একথা বলে দেওয়াই যায়। শেষ চারের ছাড়পত্র জোগাড় করতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে বাবর আজমদের (Babar Azam)।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান ৩০০ রান করলেও বাবর আজমদের জিততে হবে  ২৮৭ রানের ব্যবধানে।

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প]

আবার পাকিস্তান যদি আগে বোলিং করে, তাহলে ইংল্যান্ডকে ৫০ রানের মধ্যে অলআউট করতে হবে। সেই রান পাক দলকে তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে।
এই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে কি ম্যাচ জেতা সম্ভব? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) সহজ উপায় বাতলেছেন বাবরদের জন্য।
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন আক্রম। বাবরদের জন্য তাঁর পরামর্শ, ”পাকিস্তানের প্রথমে ব্যাট করা উচিত। তার পরে ইংল্যান্ডের সাজঘরে তালা লাগিয়ে ওদের টাইমড আউট করে দেওয়া হোক।” যদিও সর্বসমক্ষে ওয়াসিম আক্রমকে এমন কথা বলতে শোনা যায়নি। তিনি নাকি ব্যাকস্টেজে কথাগুলো বলেছিলেন সঞ্চালককে। আরেক প্রাক্তন পাক ক্রিকেটার মিসবা উল হক বলেছেন, ”আগেই ড্রেসিং রুমে তালা লাগিয়ে দেওয়া হোক। রান তুলতে দেওয়ার দরকার কী!”

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচন সত্ত্বেও আগামী আইপিএল হয়তো ভারতেই]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ