Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘অহংকার নেই রাহুল দ্রাবিড়ের’, রোহিতদের হেডস্যরকে দরাজ সার্টিফিকেট শোয়েবের

শোয়েবের জন্য ২ ঘণ্টা অপেক্ষা করেছিলেন দ্রাবিড়।

ODI World Cup 2023: Rahul Dravid has no ego, says Shoaib Malik । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 31, 2023 4:08 pm
  • Updated:October 31, 2023 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহং বোধই নেই ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। এমনই উপলব্ধি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের (Shoaib Malik)। রাহুল দ্রাবিড়ের মধ্যে শেখার ইচ্ছা অদম্য। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে শোয়েব মালিক একটি গল্প বলেছেন পাকিস্তানের এক নিউজ চ্যানেলে। সেই অনুষ্ঠানে শোয়েব মালিকের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াসিম আক্রম, মইন খান এবং মিসবা উল হক।
রাহুল দ্রাবিড় সেই সময়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন। এদিকে পাকিস্তান থেকে নিউজিল্যান্ডে যাচ্ছিলেন শোয়েব মালিক। একই বিমানে ছিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে শোয়েব মালিক বলছিলেন, ”একই বিমানে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে আমিও ছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম আমি। দ্রাবিড় ২ ঘণ্টা আমার জন্য অপেক্ষা করে। বহুবার প্রত্যাবর্তন ঘটিয়েছো তুমি, ফিরে আসার পিছনে মোটিভেশন কী?”

[আরও পড়ুন: ‘এই সম্মান তোমারই প্রাপ্য’, ব্যালন ডি’ অর জেতায় মেসিকে অভিনন্দন এমবাপের]

শোয়েব মালিককে ভারতের বর্তমান সিনিয়র দলের কোচ জানিয়েছিলেন, ”আমি অনূর্ধ্ব ১৯ দলকে কোচিং করাচ্ছি। প্রত্যাবর্তনের পিছনে কোন মোটিভেশন কাজ করে, সেটাই আমি বলতে চাই ছেলেদের।”
শোয়েব মালিক যেটা বোঝাতে চেয়েছিলেন, তা হল, রাহুল দ্রাবিড়ের ইগো বলে কিছু নেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, ”প্রত্যাবর্তনের সময়ে একজন ক্রিকেটারের মানসিক অবস্থা কেমন থাকে, সেটাই জানতে চেয়েছিল রাহুল। নিজের ক্রিকেটজীবনেও বহু উত্থান-পতন দেখেছে রাহুল দ্রাবিড়। আমাকে ওর না জিজ্ঞাসা করলেও চলত। কিন্তু এখানেই রাহুল ব্যতিক্রমী। আমার উত্তরের জন্য দ্রাবিড় অপেক্ষা করছিল, এটা আমার বেশ ভালো লেগেছে। শেখার প্রক্রিয়া কোনওদিন থেমে থাকে না। ভারতীয় দল আজ কোন জায়গায় পৌঁছেছে নিজেরাই দেখুন।”

Advertisement

[আরও পড়ুন: ‘রান তাড়া করার দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছে বিরাট’, বড় মন্তব্য গ্রেম স্মিথের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ