BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রয়াত প্যাট কামিন্সের মা, শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে অস্ট্রেলিয়া

Published by: Anwesha Adhikary |    Posted: March 10, 2023 11:35 am|    Updated: March 10, 2023 11:35 am

Pat Cummins' mother passed away, Australia wears black arm band | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) মা। বেশ কয়েকদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখনই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India vs Australia) ছেড়ে দেশে ফিরে যান কামিন্স। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই না ফেরার দেশে চলে যান কামিন্সের মা। তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন অজি ক্রিকেটাররা।

শুক্রবার সকালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “গতকাল রাতে প্রয়াত হয়েছেন মারিয়া কামিন্স। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে প্যাট ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মারিয়াকে শ্রদ্ধা জানিয়ে আজ ভারতের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে অস্ট্রেলিয়া।”

[আরও পড়ুন: ‘নিকৃষ্টতম’ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত, দাবি সুইস সংস্থার রিপোর্টে]

জানা গিয়েছে, ২০০৫ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন প্যাটের মা মারিয়া। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তবে কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে যান অজি অধিনায়ক কামিন্স। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তৃতীয় টেস্টের আগেই হয়তো ফিরে আসবেন অজি অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তাঁর পরিবর্তে তৃতীয় ও চতুর্থ টেস্টে নেতৃত্ব দেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। ইন্দোরের তৃতীয় টেস্টে কার্যত ভারতকে গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টেও ভারতের বিরুদ্ধে যথেষ্ট সুবিধাজনক জায়গায় রয়েছে তারা। প্রসঙ্গত, প্রথম ফাস্ট বোলার হিসাবে ২০২১ সালে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হন প্যাট কামিন্স।

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ জয় বাংলাদেশের, এখন থেকেই বিশ্বকাপকে টার্গেট করছেন শাকিব]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে