Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

বিশ্বকাপের পর বুকে জড়িয়ে ধরেছিলেন, অস্ত্রোপচারের পর শামিকে কী বার্তা দিলেন মোদি?

অ্যাকিলিস টেন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন মহম্মদ শামি।

PM Narendra Modi wishes Mohammed Shami speedy recovery after ankle surgery। Sangbad Pratidin

ফের শামির পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 27, 2024 1:38 pm
  • Updated:February 27, 2024 2:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার মহম্মদ শামির (Mohammed Shami) পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার, ২৬ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসারের অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর পরেই তাঁকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে পালটা ধন্যবাদ জানিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’।

নিজের X হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আমার বিশ্বাস আপনি খুব দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন। এবং খুব দ্রুত আবার মাঠে নামবেন।’ জবাবে শামি লিখেছেন, ‘আপনার শুভেচ্ছা পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। তবে আশা করিনি। আপনার শুভেচ্ছা পেয়ে আমি ধন্য। অনেক ধন্যবাদ মোদি স্যর। কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন।’

Advertisement

[আরও পড়ুন: সিরিজ জিতেও মেজাজ গরম! নাম না করে ‘অবাধ‌্য’ ঈশান-শ্রেয়সদের কড়া বার্তা রোহিতের]

 

Advertisement

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারের পর, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এসেছিলেন মোদি। বিরাট কোহলি, রোহিত শর্মাকে সান্ত্বনা দেওয়ার পর বুকে জড়িয়ে ধরেছিলেন শামিকে। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। এবারও প্রধানমন্ত্রীর টুইট দেখে একইভাবে মন ভরেছে নেটিজেনদের।

সোমবার, ২৬ ফেব্রুয়ারি শামির গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং বল হাতে বাইশ গজের যুদ্ধে নামতে সময় লাগবে। অস্ত্রোপচারের পর নিজের X হ্যান্ডেলে ছবি দিয়ে সেই বার্তা দিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’।

নিজের X হ্যান্ডেলে শামি লিখেছেন, ‘এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন সম্পন্ন হয়েছে। এর পর সুস্থ হয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়।’ এহেন শামি কবে আবার বল হাতে মাঠে নামেন সেটাই দেখার। 

[আরও পড়ুন: নাকে নল, হাতে চ্যানেল! অস্ত্রোপচারের পর কেমন আছেন মহম্মদ শামি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ