Advertisement
Advertisement
Rohit Sharma

সিরিজ জিতেও মেজাজ গরম! নাম না করে ‘অবাধ‌্য’ ঈশান-শ্রেয়সদের কড়া বার্তা রোহিতের

রোহিতের রাগ কমানোই যাচ্ছে না।

We will give opportunity only to players who have that hunger to play Tests, says angry Rohit Sharma। Sangbad Pratidin

সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মেজাজে রোহিত। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 27, 2024 12:41 pm
  • Updated:February 27, 2024 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে আরও একটা টেস্ট সিরিজ জয়। ২০১৩ সালের পর থেকে কখনও ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারেনি ভারত। বরং টানা জিতল। এ নিয়ে সতেরোটা। যার পর চার দিকে ধন‌্য ধন‌্য চলছে। বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ শামি (Mohammed Shami), কেএল রাহুলদের (KL Rahul) ছাড়াও যে ভাবে ‘বাজবল’-খ‌্যাত ইংল‌্যান্ডের (England) বিরুদ্ধে এক টেস্ট হাতে রেখে সিরিজ জিতে গেল টিম ইন্ডিয়া (Team India), তা মুগ্ধ করছে ক্রিকেটমহলকে। কিন্তু সেই উৎসবের মধ‌্যেই দেশের জুনিয়র ক্রিকেটারদের প্রতি কড়া বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাফ বলে দিলেন, যে সব জন তরুণদের মধ‌্যে দেশের হয়ে খেলার বন‌্য খিদে দেখতে পাবেন, তাঁদেরই খেলানো হবে। যাঁদের সেই খিদে নেই, তাঁদের ভাবা হবে না।

ইংল‌্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে সরফরাজ খান (Sarfaraz Khan), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ধ্রুব জুরেল (Dhruv Jurel), আকাশ দীপের (Akash Deep) মতো একঝাঁক তরুণ মুখকে খেলতে দেখা গিয়েছে। যাঁরা শুধু পারফর্ম করেননি, ভারতের টেস্ট সিরিজ জয়ে বড় অবদানও রেখেছেন। কিন্তু সম্প্রতি একই সঙ্গে ঈশান কিষাণের (Ishan Kishan) মতো কোনও কোনও তরুণ দেশের ঘরোয়া ক্রিকেটকে অগ্রাহ‌্য করে অফিস লিগ খেলে বেড়াচ্ছেন! মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে তাঁকে বরোদায় ট্রেনিং করতেও দেখা গিয়েছে। অথচ দেশের হয়ে খেলার কোনও ইচ্ছেই দেখাচ্ছেন না। ভারতীয় বোর্ড সচিব জয় শাহ চুক্তিবদ্ধ ক্রিকেটারদের রনজি ট্রফি (Ranji Trophy) খেলা নিয়ে কড়া বার্তা দেওয়ার পরেও না। সেই দলে নাম লিখিয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। যিনিও চোটের দোহাই দিয়ে রনজি খেলেননি।

Advertisement

[আরও পড়ুন: হনুমার বিরুদ্ধে তদন্ত কমিটি বসাল অন্ধ্র ক্রিকেট সংস্থা, পালটা বার্তা দিলেন তারকা ব্যাটার]

Shreyas Iyer ans Ishan Kishan
শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের টেস্ট ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

মনে করা হচ্ছে, টেস্ট সিরিজ জিতে উঠে সেই সব ‘বিদ্রোহী’ তরুণ ক্রিকেটারদের উদ্দেশ‌্যেই কড়া বার্তা দিলেন রোহিত। বললেন, “যাদের মধ‌্যে দেশের জার্সিতে ভালো করার খিদে রয়েছে, আমরা তাদেরই শুধু সুযোগ দেব। যাদের সেটা নেই, তাদের খেলানোরও মানে নেই। আমাদের টিমে যারা রয়েছে, তারা প্রত‌্যেকে ভারতের হয়ে খেলতে চায়। তা সে তারা প্রথম একাদশে সুযোগ পাক বা না পাক। তবে টেস্ট ক্রিকেটে লম্বা সুযোগ সব সময় পাওয়া যায় না। সুযোগ পেলে সেটাকে ব‌্যবহার করতে হয়।”

Advertisement

এখানেই থামেননি রোহিত। ঈশানদের পরোক্ষ ভাবে আরও শুনিয়েছেন তিনি। ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, এই যে কোনও কোনও তরুণ দেশের হয়ে খেলা নিয়ে এত অনীহা দেখাচ্ছেন, তার কারণ আইপিএল কি না? জবাবে রোহিত বলে দেন, “আইপিএল ভালো অবশ‌্যই। কিন্তু টেস্ট ক্রিকেটের উপরে আর কিছু নেই। আমরা জানি কাদের মধ‌্যে খিদে আছে, কাদের মধ‌্যে নেই। যাদের খিদে রয়েছে, যারা কঠিন পরিস্থিতিতে খেলতে চায়, তাদেরই তো প্রাধান‌্য দেওয়া হবে।”

শ্রীযুক্ত ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, আপনারা শুনতে পেলেন?

[আরও পড়ুন: ‘পরের টুর্নামেন্টেও খেলবে না!’ ফের বিরাটকে খোঁচা দিলেন গাভাসকর! দুই কিংবদন্তির মধ্যে দুরত্ব বাড়ছেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ