Advertisement
Advertisement

সেলফির আবদার না মেটানোয় পৃথ্বী শ’র উপর হামলা, বন্ধুর গাড়ি ভাঙচুর! চাঞ্চল্য মুম্বইয়ে

সেলফির দাবি না মেটানোয় রীতিমতো প্রাণে মারার চেষ্টা!

Prithvi Shaw attacked for denying selfies in Mumbai’s Oshiwara | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 16, 2023 4:06 pm
  • Updated:February 16, 2023 4:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফির আবদার না মেটানোয় গুন্ডামি। ক্রিকেটার পৃথ্বী শ’কে (Prithvi Shaw) প্রাণে মারার চেষ্টা! তাঁর বন্ধুর গাড়ি ভাঙচুর। চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে। অভিযোগ পেয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বুধবার ক্রিকেটার পৃথ্বী শ’ বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে নৈশভোজের জন্য যান। সেখানেই একদল যুবক তাঁর কাছে গিয়ে সেলফি তোলার আবদার করে। পৃথ্বী দু’জনের সঙ্গে সেলফি তুলেও ছিলেন। কিন্তু কিছুক্ষণ বাদে আবার ওই যুবকদের দলটি ফিরে আসে। এবার আরও কয়েকজন সেলফির আবদার করে। পৃথ্বী তাঁদের জানিয়ে দেন, তিনি একান্তে সময় কাটাতে চান। বারবার সেলফির আবদার মেটানো সম্ভব নয়। তারপরও ছেলেদের ওই দলটি তাঁকে বিরক্ত করতে থাকে। শেষে বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান তরুণ ক্রিকেটারের বন্ধু। হোটেল ম্যানেজার এসে অভিযুক্তদের হোটেল থেকে বের করে দেয়।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির উপর খাপ্পা কাশ্মীরি পণ্ডিতরাই! শ্রীনগরে সরকার বিরোধী বিক্ষোভে অশান্তি]

তাতেই রেগে গিয়ে ওই দলটি হামলা চালায় পৃথ্বী এবং তাঁর বন্ধুর উপর। অভিযোগ, হোটেলের বাইরে বেসবলের ব্যাট নিয়ে অপেক্ষা করছিল তাঁরা। পৃথ্বীরা হোটেল থেকে বেরোতেই চড়াও হয় ওই যুবকদের দল। পৃথ্বী সটান বন্ধুর BMW গাড়িতে ঢুকে যান। অভিযুক্তরা সেই গাড়ি ভাঙচুর করে। বেসবলের ব্যাট দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পৃথ্বী অন্য একটি গাড়িতে করে বাড়ি ফেরার চেষ্টা করলে, সেই গাড়িটিকেও তাড়া করে একদল যুবক। এবার আবার এক মহিলা গিয়ে পৃথ্বীর কাছে টাকা দাবি করেন। না দিলে ভুয়ো মামলা করার হুমকিও দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ৬ ঘণ্টার পথ ৬ মিনিটে! বৈষ্ণোদেবী পৌঁছতে শুরু হবে রোপওয়ে পরিষেবা]

শেষে বাধ্য হয়ে পৃথ্বীর বন্ধু ওশিয়াড়া থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। আরও বেশ কয়েকজনের সন্ধানে তল্লাশি চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ