বাইশ গজে দাপট দেখাচ্ছেন পৃথ্বী শ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তাঁকে ব্যাপক ট্রোল করা হচ্ছে। শরীরে বাড়তি মেদ প্রকাশ পেতেই কেউ লিখছেন, ‘২৩ বছরের ছেলেটাকে দেখুন। ভুঁড়ি বেরিয়ে আছে।’ অনেকে আবার তাঁর মাঠের বাইরে বেহিসেবি জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলে তাঁকে কটাক্ষ করে চলেছেন। অক্রিকেটীয় কাজকর্মের জন্য অনেক মাস থেকেই টিম ইন্ডিয়া (Team India) সংসারে তিনি ব্রাত্য। তবুও পৃথ্বী শ-কে (Prithvi Shaw) কিছুতেই রোখা যাচ্ছে না। চলতি ইংলিশ ওয়ান ডে কাপে (English One Day Cup) দ্বিশতরান করে ইতিহাস গড়ার পরের ম্যাচেই শতরান করলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ওপেনিং ব্যাটার। যিনি এবার নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) জার্সি গায়ে চাপিয়ে জাত চেনাচ্ছেন।
গত ৯ আগস্ট সমারসেটের (Somerset) বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৫৩ বলে ২৪৪ রান করেছিলেন পৃথ্বী। তাঁর সেই বিস্ফোরক ইনিংস ২৮টি চার ও ১১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। তাঁর সেই ইনিংসের সৌজন্যে নর্দাম্পটনশায়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪১৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৩২৮ রানে থেমে যায় সমারসেটের ইনিংস। ফলে ৮৭ রানে ম্যাচ জিতে যায় নর্দাম্পটনশায়ার।
এরপর ১৩ আগস্ট ফের পৃথ্বী-র চওড়া ব্যাটের উপর ভর করে বড় জয় পায় তাঁর দল। এবার ডারহ্যামের (Durham) বিরুদ্ধে খেললেন ৭৬ বলে ১২৫ রানের দাপুটে ইনিংস। দ্বিশতরানের চার দিনের মাথায় আবার শতরান করলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ৭টি ছক্কা।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় ডারহ্যাম। এরপর চেজ করতে নেমে বাইশ গজে ঝড় তুলতে থাকেন পৃথ্বী। তাঁর দাপটে ২৫.৪ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় নর্দাম্পটনশায়ার। দলকে ছ’উইকেটে জয় এনে দিয়ে খুশি ২৩ বছরের ব্যাটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.